Advertisement
২৯ এপ্রিল ২০২৪
US Open 2023

ফেডেরারের রেকর্ড ভেঙে ইউএস ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন দশম বাছাই আমেরিকার শেল্টন। মহিলাদের সিঙ্গলসের শেষ চারে উঠেছেন মুচোভা।

picture of Novak Djokovic

নোভাক জোকোভিচ। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৯
Share: Save:

রজার ফেডেরারের আরও একটি রেকর্ড ভেঙে গেল। নতুন নজির গড়লেন নোভাক জোকোভিচ। ৪৭ বার গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন তিনি। মঙ্গলবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে নবম বাছাই আমেরিকার টেলর ফ্রিৎজ়কে ২ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন জোকোভিচ।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামেও চেনা ফর্মে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ২৪তম খেতাবের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন জোকোভিচ। ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ৫৫ শতাংশের বেশি আর্দ্রতা ছিল জোকোভিচ-ফ্রিৎজ় ম্যাচের সময়। অস্বস্তিকর পরিবেশের মধ্যেও জোকোভিচকে থামানো যায়নি। বরং দেশের চেনা কোর্টে ৫১টি আনফোর্সড এরর করে ফ্রিৎজ় এক রকম ম্যাচ তুলে দিয়েছেন জোকোভিচের হাতে। আমেরিকার খেলোয়াড়ের মাত্র ২৮ শতাংশ দ্বিতীয় সার্ভিস সঠিক জায়গায় পড়েছে। ১২টি ব্রেক পয়েন্টের ১০টি-ই কাজে লাগাতে পারেননি তিনি। এ সব পরিসংখ্যান দিয়ে অবশ্য জোকোভিচের কৃতিত্বকে খাটো করা যাবে না।

৪৬ বার গ্র্যান্ড স্ল্যামে শেষ চারে উঠেছিলেন ফেডেরার। গত উইম্বলডনে সেই নজির স্পর্শ করেছিলেন জোকোভিচ। মঙ্গলবার ছাপিয়ে গেলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে। পাশাপাশি, ইউএস ওপেনে ১৩ বার কোয়ার্টার ফাইনাল খেলে প্রতিবারই জয় পেলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়।

ইউএস ওপেনে পুরুষদের সেমিফাইনালে উঠেছেন আমেরিকার অবাছাই খেলোয়াড় বেন শেল্টন। মঙ্গলবারের অন্য কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়েছেন ১০ নম্বর বাছাই স্বদেশীয় ফ্রান্সিস টিয়াফোকে। শেল্টন জিতেছেন ৬-২, ৩-৬, ৭-৬ (৯-৭), ৬-২ সেটে। মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ১০ নম্বর বাছাই ক্যারোলিনা মুচোভা। তিনি ৬-০, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন ৩০ নম্বর বাছাই সোরানা ক্রিস্টিয়াকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US Open 2023 Novak Djokovic Roger Federer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE