Advertisement
E-Paper

আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে পাঁচ বছরের চুক্তি মোবাইল সংস্থার

২০১৬-১৭র আইপিএল সাফল্যের সঙ্গে পেরিয়ে যাওয়ার পর এ বার ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত চুক্তি করল এই স্পনসর সংস্থা। সেই চুক্তির মূল্য ২১৯৯কোটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ২০:১০

আইপিএল-এর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল স্পনসর ভিভো। গত বছরই এই মোবাইল সংস্থা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের স্পনসর হিসেবে উঠে এসেছিল। এর আগে অন্য আর একটি মোবাইল সংস্থাই ছিল আইপিএল-এর স্পনসর। তাদের সরিয়ে সেই জায়গা নিয়ে নেয় চিনা এই মোবাইল সংস্থা। ২০১৬-১৭র আইপিএল সাফল্যের সঙ্গে পেরিয়ে যাওয়ার পর এ বার ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত চুক্তি করল এই স্পনসর সংস্থা। সেই চুক্তির মূল্য ২১৯৯কোটি। যা আগের মূল্যের থেকে ৫৫৪% বেশি। চুক্তির পর আইপিএল-এর চেয়ারম্যান রাজীব শুক্ল বলেন, ‘‘এই সংস্থা আবার আমাদের টাইটেল স্পনসর হওয়ায় আমরা খুশি। পাঁচ বছরের জন্য ওরা আমাদের সঙ্গে থাকছে। গত দু’বছর ওদের সঙ্গে অ্যাসোসিয়েশন খুব ভাল ছিল। আমার বিশ্বাস এই চলা আরও বাড়বে।’’

আরও খবর: কুম্বলের সঙ্গে নাকি কথাই বলেনি সৌরভ, সচিনের কমিটি!

২০১৫তে প্রথম টাইটেল স্পনসর হিসেবে যোগ দিয়েছিল এই সংস্থা। দু’বছরের চুক্তি এই বছর শেষ হয়ে যাওয়ার পর নতুন করে টাইটেল স্পনসরের জন্য আবেদন জানায় বিসিসিআই। বিসিসিআই-এর কার্যকরি সচিব অমিতাভ চৌধুরী বলেন, ‘‘প্রচুর আবেদন জমা পড়েছিল। কিন্তু আমরা পুরনো সংস্থাকে পেয়ে খুশি।’’

মঙ্গলবার মুম্বইয়ে বোর্ড কর্তাদের সামনে দরপত্র খোলা হয়। যেখানে ছিলেন আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্ল এবং বোর্ডের সচিব অমিতাভ চৌধুরী। এই বিশাল অঙ্কের স্পনসরশিপ যথেষ্ট আলোড়ন ফেলেছে। বোর্ড কর্তারা বলছেন, এর পিছনে রয়েছে আইপিএলের ধারাবাহিক সাফল্য।
বোর্ডের সিইও রাহুল জোহরি বলেছেন, ‘‘বর্তমান স্পনসর যখন চুক্তি বাড়ানোর জন্য এ রকম অঙ্ক দিতে রাজি থাকে, তখনই বোঝা যায় টুর্নামেন্টটা কতটা সফল হয়েছে।’’ চুক্তি চূড়ান্ত হয়ে যাওয়ার পরে জোহরি আরও বলেন, ‘‘দু’টো ব্যাপারের কথা বলতে হবে। এক, আইপিএল যে বিশ্ব মঞ্চে কোথায় দাঁড়িয়ে, তা আরও একবার বোঝা গেল। আইপিএলের যাবতীয় সংখ্যাগুলোর ওপর চোখ রাখলেই ব্যাপারটা বুঝে যাবেন। অবিশ্বাস্য। দুই, আমাদের স্পনসররাও ব্যাপারটা বুঝতে পেরেছে বলে এ রকম বিশাল অর্থ দিতে রাজি হয়েছে।’’

IPL Cricket Indian Premier League BCCI Rajiv Shukla আইপিএল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy