Advertisement
০৫ মে ২০২৪
Lindsay Tuckett died in 97

প্রয়াত সব থেকে বেশি বয়সের টেস্ট ক্রিকেটার লিন্ডসে

বয়স হয়েছিল ৯৭। তিনিই বিশ্বের সব থেকে বেশি বয়সের টেস্ট ক্রিকেটার যিনি বেঁচে ছিলেন। আজ তাঁর জীবনাবসান হল। লিন্ডসে টাকেট। দক্ষিণ আফ্রিকার এই ফার্স্ট বোলার লিন্ডসে খেলেছেন ন’টি টেস্ট। ১৯৪৭ থেকে ১৯৪৯ পর্যন্ত খেলেছেন দেশের হয়ে।

লিন্ডসে টাকেট।

লিন্ডসে টাকেট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৭
Share: Save:

বয়স হয়েছিল ৯৭। তিনিই বিশ্বের সব থেকে বেশি বয়সের টেস্ট ক্রিকেটার যিনি বেঁচে ছিলেন। আজ তাঁর জীবনাবসান হল। লিন্ডসে টাকেট। দক্ষিণ আফ্রিকার এই ফার্স্ট বোলার লিন্ডসে খেলেছেন ন’টি টেস্ট। ১৯৪৭ থেকে ১৯৪৯ পর্যন্ত খেলেছেন দেশের হয়ে। ১৯৩৫ সালে ১৬ বছর বয়সে প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক হয় টাকেটের। তার পরই দ্বিতীয় বিশ্ব যুদ্ধের জন্য বন্ধ হয়ে যায় ক্রিকেট। সেই সময় দেশের সেরা বোলার ছিলেন তিনি। ১৯৪৭এ ইংল্যান্ড সফরের জন্য দলে জায়গা করে নেন তিনি। ট্রেন্ট ব্রীজে টেস্ট অভিষেক হয় টাকেটের।

টাকেট তাঁর টেস্ট কেরিয়ার শুরু করেছিল পাঁচ উইকেট নিয়ে। কিন্তু চোটের জন্য সমস্যায় পড়তে হয় তাঁকে। কিন্তু সিরিজ শেষে তাঁর ঝুলিতে ছিল ৫ ম্যাচে ১৫ উইকেট। অ্যাভারেজ ৪৪.২৬। এর পর তাঁর সামনে সুযোগ আসে সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই। যখন দক্ষিণ আফ্রিকা সফরে আসে ইংল্যান্ড। সেটা ১৯৪৮-৪৯। সেই সিরিজেই শেষ টেস্ট খেলেছিলেন টাকেট।

প্রথম শ্রেনীর ক্রিকেটে ৬১টি ম্যাচে ২২৫টি উইকেট রয়েছে টাকেটের। ১৯৩৪-৩৫ থেকে ১৯৫৪-৫৫র মধ্যে। যেখানে রয়েছে এক মরসুমে ৩২ উইকেট নেওয়ার রেকর্ড। সেটা ১৯৫১-৫২। অ্যাভারেজ ১৭.৫৯। টাকেটের বাবাও ছিলেন ক্রিকেটার। টাকেটের মৃত্যুর পর এই মুহূর্তে জীবিত সব থেকে বেশি বয়সের টেস্ট ক্রিকেটার দক্ষিণ আফ্রিকারই ৯৩ বছরের জন ওয়াটকিনস।

আরও খবর

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্নে আরাফত, তাসকিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lindsay Tuckett South Africa Test Cricket Died
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE