একের পর এক পদক জিতছেন আদ্রিয়ান কর্মকার। এশিয়ান শুটিং প্রতিযোগিতায় ভাল ফল অব্যাহত তাঁর। বাঙালি অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের পুত্র এই প্রতিযোগিতায় নিজের তৃতীয় সোনা জিতেছেন। কাজখস্তানে আয়োজিত এই প্রতিযোগিতায় ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে দলগত বিভাগে সোনা জিতেছেন আদ্রিয়ান। তিনি ছাড়া দলে ছিলেন সামি উল্লাহ ও কুশাগ্র রাজাওয়াত। তাঁরা তিন জনই জয়দীপের ছাত্র।
৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে ফাইনালে ছ’টি করে সুযোগ পান প্রত্যেক প্রতিযোগী। ভারতের হয়ে সবচেয়ে বেশি পয়েন্ট স্কোর করেন সামি উল্লাহ। তিনি মোট ৬১৭ পয়েন্ট স্কোর করেন। আদ্রিয়ান ৬১৪.৫ ও কুশাগ্র ৬১২.৮ পয়েন্ট স্কোর করেন। ভারতের তিন শুটারের মিলিত স্কোর ১৮৪৪.৩।
দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জেতে কাজখস্তান। তাদের তিন প্রতিযোগীর মিলিত স্কোর ১৮৪৩.৪। ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া। তাদের স্কোর ১৮৪০.৮।
আরও পড়ুন:
এর আগে রবিবার জুনিয়র থ্রি পজিশনস ইভেন্টের ফাইনালে ৪৬৩.৮ পয়েন্ট স্কোর করে সোনা জিতেছেন আদ্রিয়ান। এটা জুনিয়র এশিয়ান রেকর্ড। তবে ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে ভাল স্কোর করতে পারেননি তিনি। সেখানে ৫৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন ভারতের বেদান্ত ওয়াঘমারে। ৫৭৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করেন আদ্রিয়ান। ফাইনালে ভাল খেলেন তিনি। নিলিং পজিশনের পর শীর্ষে ছিলেন তিনি। প্রোন পজিশনের শেষেও তিনি শীর্ষেই ছিলেন। স্ট্যান্ডিং পজিশনেও নিজের ছন্দ ধরে রাখেন বাঙালি শুটার। সোনা জেতেন তিনি। ব্রোঞ্জ জেতেন বেদান্ত। তার আগে দলগত জুনিয়র থ্রি পজিশনসে সোনা জিতেছেন আদ্রিয়ান, বেদান্ত ও রোহিত কান্যন। অর্থাৎ, একই দিনে জোড়া সোনা জিতেছিলেন আদ্রিয়ান। এ বার তৃতীয় সোনা জিতলেন তিনি।