মণিকা বাত্রা। ছবি: পিটিআই।
অলিম্পিক্সে টেবিল টেনিসের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারত। সোমবার প্রি-কোয়ার্টার ফাইনালে রোমানিয়াকে ৩-২ ফলে হারিয়েছে ভারত। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। আমেরিকা বনাম জার্মানি ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে তারা। জিতলে সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ জাপান।
প্রথম ম্যাচ ছিল ডাবলস ভারতের হয়ে জুটি বেধেছিলেন অর্চনা কামাথ এবং সৃজা আকুলা। তাঁরা ১১-৯, ১২-১০, ১১-৭ পয়েন্টে হারিয়ে দেন রোমানিয়ার এলিজাবেটা সামারা এবং আদিনা দিয়াকোনুকে। বাকি চারটি ম্যাচ ছিল সিঙ্গলস। প্রথম সিঙ্গলসে মণিকা ১১-৫, ১১-৭, ১১-৭ হারান বার্নাডেট সসকে। ২-০ এগিয়ে যায়। আর একটি ম্যাচ জিতলেই এই ‘টাই’ তাদের পকেটে চলে আসত।
তবে তৃতীয় ম্যাচে হেরে যান সৃজা। সামারার কাছে পাঁচ সেটের লড়াইয়ে ১১-৮, ৪-১১, ১১-৭, ৬-১১, ৮-১১ হারেন তিনি। পরের ম্যাচে অর্চনা ৫-১১, ১১-৮, ৭-১১, ৯-১১ হারেন সসের কাছে।
ফলে মণিকার উপরেই দায়িত্ব ছিল দেশকে জেতানোর। হারলেই ছিটকে যেত ভারত। সেই ম্যাচে মণিকা ১১-৫, ১১-৯, ১১-৯ হারিয়ে দেন দিয়াকোনুকো।
ভারতের খেলোয়াড়েরা সিঙ্গলসে কেউ ভাল ফল করতে পারেননি। ছেলেদের সিঙ্গলসে অচন্তা শরথ কমল প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেন। মেয়েদের সিঙ্গলসে সৃজা এবং মণিকা দু’জনেই প্রি-কোয়ার্টার ফাইনালে হারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy