রোহন বোপান্না। ছবি: পিটিআই।
প্যারিস অলিম্পিক্সে পদকের সম্ভাবনা অঙ্কুরেই বিনাশ হয়ে গিয়েছে। পুরুষ ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে গিয়েছে ভারতীয় দল। তার পরেই আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নিলেন রোহন বোপান্না। জানালেন, ভারতের জার্সি গায়ে আর তাঁকে দেখা যাবে না। তবে আরও কিছু দিন টেনিস খেলতে দেখা যাবে তাঁকে।
ফ্রান্সের এডুয়ার্ড ভেসেলিন এবং গেল মঁফিস জুটির কাছে হেরে গিয়েছে বোপান্না-শ্রীরাম বালাজি জুটি। ভারতীয় টেনিস দলকে এ বারও খালি হাতেই ফিরতে হচ্ছে। হারের পর বোপান্না বলেন, “দেশের হয়ে এটাই আমার শেষ ইভেন্ট। এখন কোথায় রয়েছি সেটা ভাল করেই জানি। যে ক’টা দিন বাকি আছে টেনিসটা উপভোগ করতে চাই।”
ডেভিস কাপ থেকে আগেই অবসর নিয়েছেন বোপান্না। তিনি আরও বলেন, “এতদূর আসব সেটাই কোনও দিন ভাবিনি। আমার কাছে এটাই বড় পাওনা। দু’দশক ধরে ভারতের প্রতিনিধিত্ব করব, কল্পনাও করিনি। ২০০২ সালে অভিষেক হয়েছিল। সেখান থেকে ২২ বছর ধরে ভারতের হয়ে খেলেছি। আমি গর্বিত।”
বোপান্না জানিয়েছেন, ২০১০ সালে ডেভিস কাপে ব্রাজিলের ফেলিপে মেলোকে হারানো দেশের জার্সি তাঁর সেরা ম্যাচ। বলেছেন, “ডেভিস কাপের ইতিহাসে অন্যতম সেরা জয়। আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy