স্বপ্নিল কুসালে। —ফাইল চিত্র।
প্যারিস অলিম্পিক্সে ৫০ মিটার থ্রি পজ়িশনের ফাইনালে স্বপ্নিল কুসালে। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করলেন তিনি। ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর পারলেন না। তিনি শেষ করলেন ১১ নম্বরে।
স্বপ্নিল শুরু থেকেই ফর্মে ছিলেন। নিলিংয়ে দু’টি সিরিজ়েই ৯৯ করে স্কোর করেন তিনি। একটি করে শট বাদ দিয়েই প্রত্যেকটিতে ১০ স্কোর করেছিলেন। এই ধারাবাহিকতা স্বপ্নিল ধরে রেখেছিলেন শেষ পর্যন্ত। নিলিংয়ের পর প্রোনে তিনি ৯৮ এবং ৯৯ স্কোর করেন। স্ট্যান্ডিংয়ে একটু পিছিয়ে পড়েন। ৯৮ এবং ৯৭ স্কোর করেন। মোট ৫৯০ স্কোর করেন তিনি।
উল্লেখ্য, সপ্তম স্থানে শেষ করা স্বপ্নিলের মতো অষ্টম এবং নবম স্থানে থাকা দুই প্রতিযোগীও ৫৯০ স্কোর করেছিলেন। কিন্তু স্বপ্নিল ৩৮টি বুলস আই মারেন। তাতেই বাকিদের থেকে এগিয়ে যান তিনি। জায়গা করে নেন ফাইনালে। স্বপ্নিলের থেকে এক পয়েন্ট কম স্কোর করেন ঐশ্বর্য। কিন্তু তাতেই অনেকটা তফাত হয়ে যায়। ৩৩টি বুলস আই মেরেও ফাইনালে ওঠা হল না তাঁর।
ছেলেদের ৫০ মিটার থ্রি পজ়িশনের ফাইনাল বৃহস্পতিবার। আরও এক বার পদক জয়ের আশায় থাকবে ভারত। শুটিং থেকে ইতিমধ্যেই দু'টি পদক জিতেছে। মনু ভাকের এবং সরবজ্যোৎ সিংহ পদক এনে দিয়েছেন। এ বার সুযোগ স্বপ্নিলের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy