Advertisement
২৬ এপ্রিল ২০২৪
List A Cricket

স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৪ রানে শেষ ওমান!

ওমানের ইনিংস স্থায়ী হয়েছিল মাত্র ১৭.১ ওভার। স্কটল্যান্ডের বোলাররা নিয়মিত আঘাত হানতে থাকেন ওমান ইনিংসে। স্কটল্যান্ডের রুয়াইদ্ধি স্মিথ ও অ্যাড্রিয়ান নিল চারটে করে উইকেট নেন। বাকি দুই উইকেট নেন অ্যালাসডেয়ার ইভান্স।

আট ওভার হাত ঘুরিয়ে সাত রানে চার উইকেট নিলেন স্কটল্যান্ডের রুয়াইদ্ধি স্মিথ। ছবি সংগৃহীত।

আট ওভার হাত ঘুরিয়ে সাত রানে চার উইকেট নিলেন স্কটল্যান্ডের রুয়াইদ্ধি স্মিথ। ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
আল আমারাত শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৭
Share: Save:

তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৪ রানে শেষ হল ওমান। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে যা চতুর্থ সর্বনিম্ন স্কোর।

ওমানের ইনিংস স্থায়ী হয়েছিল মাত্র ১৭.১ ওভার। স্কটল্যান্ডের বোলাররা নিয়মিত আঘাত হানতে থাকেন ওমান ইনিংসে। স্কটল্যান্ডের রুয়াইদ্ধি স্মিথ ও অ্যাড্রিয়ান নিল চারটে করে উইকেট নেন। বাকি দুই উইকেট নেন অ্যালাসডেয়ার ইভান্স। ওমানের খাওয়ার আলি (১৫) ছাড়া কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। মোট ছয়জন করেন শূন্য রান।

জবাবে ৩.২ ওভারেই জিতে যায় স্কটল্যান্ড (২৬/০)। অধিনায়ক কাইল কোয়েটজার (১৬) ও ম্যাথু ক্রস (১০) অপরাজিত থাকেন। দুই দেশ মিলিয়ে এটাই একদিনের ক্রিকেটে সর্বনিম্ন মোট রান। ২৮০ বল বাকি থাকতে জিতল স্কটল্যান্ড। সব মিলিয়ে ম্যাচে ২০.৩ ওভার খেলা হয়েছে।

আরও পড়ুন: হার্দিকের সঙ্গে প্রতিযোগিতা নেই, সাফ বললেন বিজয় শঙ্কর​

আরও পড়ুন: কোহালিকে থামাতে মুশকিলে পড়বে অস্ট্রেলিয়া, মনে করছেন ম্যাথু হেডেন​

লিস্ট এ ক্রিকেটে ওমানের ২৩ চতুর্থ সর্বনিম্ন স্কোর। তালিকায় এর আগে আছে ২০০৭ সালে বার্বাডোজের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ১৮ রান, ২০১২ সালে কোল্টস সিসি-র বিরুদ্ধে সারাসেন্স সিসি-র ১৯ রান ও ১৯৭৪ সালে ইয়র্কশায়ারের বিরুদ্ধে মিডলসেক্সের ২৩ রান। এই ম্যাচকে যদি একদিনের আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দেওয়া হত, তবে বাকি থাকা বলের ভিত্তিতে এটা বৃহত্তম জয় হিসেবে চিহ্নিত হত।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE