Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Nathan Lyon

রোহিতের জন্য আমাদের ছক তৈরি, হুঙ্কার দিচ্ছেন লায়ন

হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে খেলা হয়নি রোহিতের।

নেথান লায়ন

নেথান লায়ন

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ০৫:৫৫
Share: Save:

তৃতীয় টেস্টে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটছে রোহিত শর্মার। সিরিজে সমতা ফেরানো ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস যা আরও বাড়িয়ে দিতে বাধ্য। কিন্তু অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফস্পিনার নেথান লায়ন জানিয়ে দিলেন, রোহিতকে আটকানোর ছক তাঁদের তৈরি।

হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে খেলা হয়নি রোহিতের। প্রথম দুই টেস্টেও বাইরে থাকতে হয়। তৃতীয় ও চতুর্থ টেস্ট খেলার জন্য ফিট 'হিটম্যান'। অস্ট্রেলীয় শিবির জানে, রোহিতের ব্যাট চলতে শুরু করলে ম্যাচে কতটা পার্থক্য গড়ে দিতে পারে। সোমবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে লায়ন তাই বললেন, ‘‘ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের নাম রোহিত শর্মা। প্রত্যেক বোলারের কাছেই রোহিতকে সামলানো একটা বড় চ্যালেঞ্জ। তবে আমরাও সেই পরীক্ষা দিতে প্রস্তুত।’’ লায়ন যোগ করেন, ‘‘রোহিতকে আটকানোর পরিকল্পনা আমাদেরও তৈরি। আশা করি, ম্যাচে ওর বিরুদ্ধে আমরাই শাসন করব। তবে রোহিতের মাপের ক্রিকেটারকে আমরা সম্মান করি।’’

রোহিতকে খেলানো হলে গত ম্যাচের প্রথম একাদশ থেকে কাকে বসানো হবে, তা এখনও পরিষ্কার নয়। লায়ন যা নিয়ে খুবই কৌতূহলী। বললেন, ‘‘কার পরিবর্তে রোহিত খেলবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। পরিকল্পনা সাজানো সহজ হবে।’’

রোহিতের সঙ্গেই অজিঙ্ক রাহানে বড় প্রভাব ফেলতে পারেন সিডনি টেস্টেও। মেলবোর্নে লায়নকে সহজেই সামলে সেঞ্চুরি করেছেন রাহানে। তা নিয়ে কিছুটা চিন্তিত অস্ট্রেলীয় স্পিনার। বর্তমান ভারতীয় অধিনায়কের মনঃসংযোগ নষ্ট করাও সহজ নয়। কারণ, কোনও ধরনের কটু মন্তব্যে কান দেন না তিনি। রাহানেকে আউট করার পরিকল্পনাও ভেবে ফেলেছেন অভিজ্ঞ অফস্পিনার। বলেছেন, ‘‘রাহানের ঠান্ডা মাথাই ওর বড় অস্ত্র। মাঠে কোনও রকম মন্তব্যে প্রভাবিত হয় না। স্লেজিংয়ে কান দেয় না। সেই সঙ্গেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানও। কথা বেশি না বলে রান করে ফিরে যায়। ওর জন্যেও বেশ কিছু ছক কষা আছে। কারণ, মেলবোর্নে ও আমাকে খুব সহজে খেলেছিল। এই ম্যাচে কিছুটা প্রতিরোধ তৈরি তো করতেই হবে।’’

ভারতীয় অফস্পিনার আর অশ্বিনের প্রশংসাও করে গেলেন লায়ন। তাঁর ও অশ্বিনের মধ্যে বেশ কিছু ফারাক রয়েছে। অশ্বিন চেষ্টা করেন উইকেটের সোজাসুজি বল রাখতে। যাতে লেগসাইডে সামনে থাকা ফিল্ডারদের ব্যবহার করা যায়। লায়ন অফস্টাম্পের বাইরে বল ফেলে ডান-হাতি ব্যাটসম্যানের ভিতরের দিকে ঘোরানোর চেষ্টা করেন। অশ্বিনের অভিনব রণনীতি দেখে লায়ন বলেন, ‘‘অশ্বিন এমন জায়গায় বল রাখছে, যার মোকাবিলা করার কোনও পরিকল্পনা অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের মধ্যে দেখা যায়নি। স্টাম্পের গা ঘেঁষে সোজাসুজি বল রাখে অশ্বিন। যা সামলাতে পারছি না। বরাবরই বলে এসেছি যে, অশ্বিন অসাধারণ স্পিনার। বিশ্বের যে কোনও প্রান্তে ও সফল হয়েছে।’’

তৃতীয় টেস্টে যদিও অশ্বিনকে সহজে উইকেট নিতে দেবেন না বলেই জানান লায়ন। তাঁর কথায়, ‘‘আমাদের ব্যাটসম্যানেরা গত দু'ম্যাচ ধরে ওর পরিকল্পনা লক্ষ্য করেছে। আশা করি, ওকে সামলানোর উপায় খুঁজে বার করে ফেলেছে অস্ট্রেলীয় ব্যাটসম্যানেরা।’’

তৃতীয় টেস্টে রোহিত যেমন চোট সারিয়ে ফিরছেন ভারতীয় দলে, ঠিক তেমনই অস্ট্রেলীয় প্রথম একাদশে ফিরতে পারেন ডেভিড ওয়ার্নার। লায়নও আত্মবিশ্বাসী ওয়ার্নারের খেলা নিয়ে। বললেন, ‘‘ওয়ার্নার ফিরলে আমাদের ব্যাটিং আরও শক্তিশালী হবে। আমি একশো শতাংশ নিশ্চিত, শেষ দু'টি টেস্টেই ওয়ার্নারকে আমরা পাব। ও আমাদের দলের এক্স ফ্যাক্টর বলা যেতে পারে।’’

ওয়ার্নারের সঙ্গে ওপেনার হিসেবে কে খেলবেন, তা নিশ্চিত নয়। উইল পুকভস্কির অভিষেক হবে? নাকি ম্যাথু ওয়েডের উপরেই আস্থা রাখা হবে? লায়নের উত্তর, ‘‘এ বিষয়ে আমার সত্যি কোনও ধারণা নেই। কোচ ও অধিনায়ক সিদ্ধান্ত নেবে।’’

টেস্টে চারশো শিকারের মাইলফলক থেকে আর মাত্র ছয় উইকেট দূরে লায়ন। শেষ দুই ম্যাচ খেললে একশো টেস্ট খেলার মুকুটও বসবে তাঁর মাথায়। লায়ন যদিও নিজের মাইলফলক নিয়ে ভাবছেন না। দল জিতলেই তিনি খুশি। লায়নের কথায়, ‘‘দু'টি মাইলফলকের সামনে আছি ঠিকই। কিন্তু আমি সব চেয়ে বেশি খুশি হব, যদি শেষ দুই ম্যাচ শেষে আমরা ভিক্টরি সং-এ গলা মেলাতে পারি। সেটাই হবে সব চেয়ে বড় প্রাপ্তি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nathan Lyon Rohit Sharma India Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE