দশ মাস পরে তাইল্যান্ড ওপেনের কোর্টে পি ভি সিন্ধুর ফেরার অপেক্ষায় ছিলেন ভারতীয় ভক্তরা। আশা ছিল অলিম্পিক্স পদক জয়ী তারকা জয় দিয়ে শুরু করবেন। কিন্তু সেই আশা পূরণ হল না। সিন্ধু কোর্টে ফিরলেও প্রথম রাউন্ডে অপ্রত্যাশিত ভাবে হারলেন।
বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু ৭৪ মিনিট ধরে চলা তিন গেমের লড়াইয়ে ছিটকে গেলেন বিশ্বের ১৮ নম্বর ডেনমার্কের মিয়া ব্লিচফেল্টের বিরুদ্ধে। ফল ২১-১৬, ২৪-২৬, ১৩-২১। ম্যাচের শুরুতে অবশ্য সিন্ধু এক সময় ৬-৩ এগিয়ে গিয়েছিলেন। প্রথম গেমে প্রতিপক্ষকে এগিয়ে যাওয়ার কোনও সুযোগ দেননি।
দ্বিতীয় গেমেও ভারতীয় তারকা এক সময় ১১-৮ এগিয়ে যান। ড্যানিশ প্রতিপক্ষ অবশ্য এর পরেই পাল্টা লড়াই করে ফিরে আসেন। ১৫-১৪ এগিয়ে যান তিনি। এর পরে হাড্ডহাড্ডি লড়াই হয় দু’জনের। শেষ পর্যন্ত মথা ঠান্ডা রেখে গেম দখল করেন মিয়া।