Advertisement
২৫ এপ্রিল ২০২৪
P. V. Sindhu

প্রথম রাউন্ডেই সিন্ধুর হার, ছিটকে গেলেন প্রণীতও

বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু ৭৪ মিনিট ধরে চলা তিন গেমের লড়াইয়ে ছিটকে গেলেন বিশ্বের ১৮ নম্বর ডেনমার্কের মিয়া ব্লিচফেল্টের বিরুদ্ধে।

ধাক্কা: প্রত্যাবর্তনে জেতা হল না সিন্ধু ও প্রণীতের (নীচে)। ফাইল চিত্র।

ধাক্কা: প্রত্যাবর্তনে জেতা হল না সিন্ধু ও প্রণীতের (নীচে)। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ০৫:৪৬
Share: Save:

দশ মাস পরে তাইল্যান্ড ওপেনের কোর্টে পি ভি সিন্ধুর ফেরার অপেক্ষায় ছিলেন ভারতীয় ভক্তরা। আশা ছিল অলিম্পিক্স পদক জয়ী তারকা জয় দিয়ে শুরু করবেন। কিন্তু সেই আশা পূরণ হল না। সিন্ধু কোর্টে ফিরলেও প্রথম রাউন্ডে অপ্রত্যাশিত ভাবে হারলেন।

বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু ৭৪ মিনিট ধরে চলা তিন গেমের লড়াইয়ে ছিটকে গেলেন বিশ্বের ১৮ নম্বর ডেনমার্কের মিয়া ব্লিচফেল্টের বিরুদ্ধে। ফল ২১-১৬, ২৪-২৬, ১৩-২১। ম্যাচের শুরুতে অবশ্য সিন্ধু এক সময় ৬-৩ এগিয়ে গিয়েছিলেন। প্রথম গেমে প্রতিপক্ষকে এগিয়ে যাওয়ার কোনও সুযোগ দেননি।

দ্বিতীয় গেমেও ভারতীয় তারকা এক সময় ১১-৮ এগিয়ে যান। ড্যানিশ প্রতিপক্ষ অবশ্য এর পরেই পাল্টা লড়াই করে ফিরে আসেন। ১৫-১৪ এগিয়ে যান তিনি। এর পরে হাড্ডহাড্ডি লড়াই হয় দু’জনের। শেষ পর্যন্ত মথা ঠান্ডা রেখে গেম দখল করেন মিয়া।

তৃতীয় গেমে সিন্ধুকে প্রথম থেকেই চাপে রাখার চেষ্টা করেন মিয়া। এক সময় তিনি এগিয়ে যান ১১-৬। চাপে রাখার কৌশল ধরে রেখে এর পরে তিনি ১৪-৮ এগিয়ে যান। শেষ পর্যন্ত সাতটি ম্যাচ পয়েন্ট পান তিনি, সিন্ধুর শট নেটে আটকে যাওয়ায়। এর পরে সিন্ধুর শট বাইরে পড়ায় ম্যাচ জেতার উচ্ছ্বাসে ফেটে পড়েন মিয়া।

সিন্ধুর পক্ষে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় সাইনা নেহওয়াল ও এইচ এস প্রণয় করোনা আক্রান্ত হওয়ার খবরে কোচ, ম্যানেজার বা অন্য কোনও ব্যক্তিকে ভারতীয় খেলোয়াড়দের ম্যাচে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না এখন। সিন্ধুর হারের পরে প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে ভারতের আশা এখন সাইনা নেহওয়ালের উপরে টিকে রয়েছে। পরিবর্তিত সূচিতে সাইনা আজ, বুধবার নামবেন প্রথম রাউন্ডে।

পুরুষদের সিঙ্গলসেও বিশ্বের ১৩ নম্বর বি সাই প্রণীতেরও প্রত্যাবর্তন আশা অনুযায়ী হল না। তিনি স্ট্রেট গেমে হারেন বিশ্বের ১৫ নম্বর তাইল্যান্ডের কানটাফন ওয়াংচারোয়েন-এর বিরুদ্ধে। ফল ১৬-২১, ১০-২১। অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করার দৌড়ে অনেকেই এগিয়ে রাখছেন প্রণীতকে। সে দিক থেকে এই হার নিশ্চিত ভাবে একটা ধাক্কা।

তবে মিক্সড ডাবলসে ভারতের সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পার জুটি ২১-১১, ২৭-২৯, ২১-১৬ জেতেন ইন্দোনেশিয়ার হাফিজ় ফয়জ়ল ও গ্লোরিয়া উইডজাজার বিরুদ্ধে। অবশ্য মেয়েদের ডাবলসে অশ্বিনী এবং এন সিকি রেড্ডির জুটি প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেননি। তাঁরা হারেন ১৬-২১, ৭-২১ ফলে চতুর্থ বাছাই কোরীয় জুটি কিম সো ইয়ং ও কং হি ইয়ংয়ের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

P. V. Sindhu Thailand open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE