Advertisement
০৬ মে ২০২৪

শেষ আটে সিন্ধু ফের জাপানের মুখোমুখি

রিও অল্মিপিক্স এবং সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পাওয়া সিন্ধু হারিয়েছেন তাইল্যান্ডের নিচাওন জিন্দাপল-কে। ফল সিন্ধুর পক্ষে ২২-২০, ২১-১৭। এ বার কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ জাপানের মিনাতসু মিতানি। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে জাপানের নজোমি ওকুহারার কাছেই হারেন সিন্ধু।

জয়ী: কোরিয়া সুপার সিরিজে চলছে সিন্ধু-শো। ফাইল চিত্র

জয়ী: কোরিয়া সুপার সিরিজে চলছে সিন্ধু-শো। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০৪:০৮
Share: Save:

সোলে কোরিয়া সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু এবং সমীর বর্মা। তবে হেরে গেলেন পারুপল্লি কাশ্যপ।

রিও অল্মিপিক্স এবং সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পাওয়া সিন্ধু হারিয়েছেন তাইল্যান্ডের নিচাওন জিন্দাপল-কে। ফল সিন্ধুর পক্ষে ২২-২০, ২১-১৭। এ বার কোয়ার্টার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ জাপানের মিনাতসু মিতানি। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে জাপানের নজোমি ওকুহারার কাছেই হারেন সিন্ধু।

মিনাতসু-ও একেবারেই কোনও হাল্কা প্রতিপক্ষ নন। ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন মিনাতসু। ২০১২ সালে ফরাসি ওপেনের ফাইনালে হারিয়েছিলেন সাইনা নেহওয়ালকে।

পুরুষদের বিভাগে হং কং সুপার সিরিজে ফাইনালিস্ট এবং সৈয়দ মোদী গ্রঁ প্রি জয়ী সমীর বর্মা হং কংয়ের ওয়াং উইংগ কাই ভিনসেন্টকে ২১-১৯, ২১-১৩ হারিয়ে দেন। ৪১ মিনিটে খেলা শেষ করে দেন তিনি। এ বার তাঁর সামনে স্থানীয় জনতার প্রিয় খেলোয়াড় সোন ওয়ান হো। যিনি কাশ্যাপকে হারিয়ে দিলেন এক ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ে। কাশ্যাপ হারলেন ১৬-২১, ২১-১৭, ১৬-২১। সিন্ধুর প্রতিপক্ষ জিন্দাপলও খুব সহজ বাধা ছিল না। গত বছরেই সৈয়দ মোদী টুর্নামেন্টে তিনি হারিয়ে দিয়েছিলেন সিন্ধুকে। এ বার অবশ্য তার পুনরাবৃত্তি হতে দেননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE