Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Jay Shah

Asia Cup 2023: পাকিস্তানের মাটিতে খেলতে পারেন কোহলীরা, এশিয়া কাপে ভারতকে খেলাতে মরিয়া রামিজরা

দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের সঙ্গে কথা বলছেন রামিজ রাজা।

এশিয়া কাপে ভারতকে খেলাতে তৎপর রামিজ রাজা

এশিয়া কাপে ভারতকে খেলাতে তৎপর রামিজ রাজা গ্রাফিক: সৌভিক দেবনাথ

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১৪:৪৮
Share: Save:

২০২৩ সালে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে যে জায়গায় রয়েছে, তাতে এই প্রতিযোগিতায় অংশ নাও নিতে পারে ভারত। সেই কথা মাথায় রেখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছে রামিজ রাজার পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বিসিসিআই সভাপতি সৌরভ ও সচিব জয় শাহের সঙ্গে কথা বলছেন রামিজ।

পাক বোর্ডের কর্তা বলেন, ‘‘আমি সৌরভ, জয়ের সঙ্গে কথা বলেছি। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করছি। ব্যক্তিগত ভাবে মনে করি, খেলার সঙ্গে রাজনীতির সম্পর্ক না থাকাই ভাল।’’

তবে দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক ঠিক করা খুব সহজ হবে না। এটা ভাল ভাবেই জানেন পাক বোর্ডের কর্তা। তিনি বলেন, ‘‘লক্ষ্যে পৌঁছতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। দুই দেশের বোর্ডের মধ্যে সমঝোতা করার জন্য অনেক সময় লাগবে।’’

২০২৩ সালের এশিয়া কাপ ৫০ ওভারের হবে বলে জানিয়ে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বিশ্বকাপের আগে এশিয়ার দলগুলি যাতে প্রয়োজনীয় প্রস্তুতি সারতে পারে তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে এসিসি। রামিজ বলেন, ‘‘বিশ্বকাপের আগে ভাল প্রস্তুতির জন্য ৫০ ওভারের প্রতিযোগিতা খুব জরুরি ছিল। পাকিস্তান এই প্রতিযোগিতা দারুণ ভাবে আয়োজন করতে চায়।’’

২০২৩ সালের এশিয়া কাপ ৫০ ওভারের হলেও ২০২২ সালের এশিয়া কাপ ২০ ওভারের হবে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আগামী বছরের টি২০ বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE