বর্ণবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে জড়ালেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। মঙ্গলবার ডারবানে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফেহলুকায়োকে ‘কালা’ বলে কটূক্তি করেন তিনি। যা ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে। আর এটা নিয়েই এখন সরগরম ক্রিকেটমহল।
ডারবানে দ্বিতীয় একদিনের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ২০৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করছিল দক্ষিণ আফ্রিকা। ৮০ রানে পাঁচ উইকেট পড়ার পর ক্রিজে আসেন ফেহলুকায়ো। ভ্যান ডার ডুসেনের সঙ্গে জুটিতে তিনি প্রোটিয়াদের জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান। আট ওভার বাকি থাকতে পাঁচ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা (২০৭-৫) সিরিজে সমতা (১-১) ফেরায়। ২২ রানে চার উইকেট ও অপরাজিত ৬৯ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা হন ফেহলুকায়োই।
সেটা ম্যাচের ৩৭ ওভার। বল করছিলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি। ওভারের তৃতীয় বলে কভারে ড্রাইভ মারতে গিয়েছিলেন ফেহলুকায়ো। কিন্তু ব্যাটের কাণায় লেগে বল স্টাম্পের পাশ গিয়ে বেরিয়ে যায়। বেঁচে যান ফেহলুকায়ো। সিঙ্গলস নেন তিনি। বরাতজোরে তাঁর বেঁচে যাওয়া দেখে টিপ্পনী কেটে ওঠেন উইকেটকিপার সরফরাজ। আর সেটাই ধরা পড়ে মাইক্রোফোনে।
আরও পড়ুন: দ্রুততম ভারতীয় হিসেবে ওয়ানডে ফরম্যাটে ১০০ উইকেট শামির
আরও পড়ুন: শামি-কুলদীপের দাপট, নেপিয়ারে জিততে ভারতের চাই ১৫৮
উর্দুতে সরফরাজ তাঁকে ‘কালো’ বলে সম্বোধন করেন। ফেহলুকায়োর মা সন্তানের জন্য কী প্রার্থনা করেছেন, সেটাও জানতে চান তিনি। সরফরাজের উক্তি শুনে ধারাভাষ্যকার মাইক হেসম্যান জানতে চান, “সরফরাজ ওখানে ঠিক কী বলছে রামিজ?” পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা অনুবাদ করে দেননি সরফরাজের মন্তব্য। তিনি ব্যাপারটা ধামাচাপা দেওয়ার ভঙ্গিতে বলেন, “এটা অনুবাদ করা কঠিন। আসলে অনেক লম্বা বাক্য তো।” বোঝাই যায় যে সরফরাজের মন্তব্য অনুবাদ করে তিনি বিপদে ফেলতে চাইছেন না পাক ক্যাপ্টেনকে। তাই এড়িয়ে যাচ্ছেন।
#SarfarazAhmed was caught on stump mike as saying, “abbay kaale teri Ammi kahan bethi hoyi hain aaj, kya parhwa kay aaya hai aaj” which leterally translates to “Hey black guy, where’s your mother sitting today? What (prayer) have you got her to say for you today?”@TheRealPCB @ICC pic.twitter.com/rBIfkXgevt
— timesofpakistan (@timesofpak123) January 23, 2019
Sarfraz Ahmed might be in trouble after his comments. He might have said it jokingly, but at present, such remarks are taken seriously. The world of sports don't take racist remarks lightly boy! #SAvPak
— Faisal Caesar (@faisalyorker1) January 22, 2019
Hey @ICC,
— Sir Jadeja fan (@SirJadeja) January 22, 2019
That's a gross racist remark by Pakistan Team's Captain Sarfraz Ahmed to Andile Phehlukwayo. Hope you'll take strict action against him. #SayNoToRacism #SAvPAK #PAKvSA https://t.co/H8wFmMJbCl
"Hey black [man], where is your mother sitting today? What [kind of prayer] did you ask her to say for you today?" That was said by the Pakistani captain. The problem also is that in the Indian subcontinent little awareness that it is a racial slur. https://t.co/NOSrykwBNe
— Smita Prakash (@smitaprakash) January 23, 2019
I’ve learned that a leader / captain leads from the front & sets better examples for the team but what Sarfraz Ahmed said was beyond unprofessional, an act of an immature child towards Andile Phehlukwayo. If he isn’t racist by heart, doesn’t mean he should bark up either! #SAvPAK
— Asad Khan (@kasadlive) January 23, 2019
When commentator Mike Haysman asked Ramiz Raja to explain Sarfraz Ahmed's comment, Raja said: "Difficult really to translate that. It's a big long sentence. It looks like he wanted to say the players is quite lucky." https://t.co/0st80R3zRR
— Geo English (@geonews_english) January 23, 2019
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)