Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

১৫.৫ কোটির কামিন্সের কাছে বান্ধবীর আবদার, কী চাইলেন তিনি?

২০১৭ সালে সাড়ে ১৪ কোটি টাকা দিয়ে বেন স্টোকসকে কিনেছিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। এ বারের নিলামে ইতিহাস বদলে দেন কামিন্স।

ইতিহাস গড়ে নাইট শিবিরে প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

ইতিহাস গড়ে নাইট শিবিরে প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৯:৩৬
Share: Save:

রেকর্ড গড়ে কলকাতা নাইট রাইডার্সে ফিরে এসেছেন প্যাট কামিন্স। কলকাতায় অনুষ্ঠিত নিলামে অজি ক্রিকেটারকে দলে পেতে ১৫.৫ কোটি টাকা খরচ করেছে নাইট শিবির।

বিশাল এই অর্থ নিয়ে কী করবেন কামিন্স? তিনি বলেছেন, ‘‘আমি কী করব তা জানি না। তবে আমার বান্ধবী বলেছে, এ বার পোষ্য কুকুরের জন্য আরও বেশি খেলনা কিনবে।’’

নিলামে সব চেয়ে দামি বিদেশি ক্রিকেটার হওয়ার মুহূর্তটা দেখেছেন তিনি। সেই প্রসঙ্গে অজি পেসার বলছেন, ‘‘লাইভ স্ট্রিমিংয়ে দেখেছি। আমি প্রথমটায় বিশ্বাসই করতে পারিনি।’’

কামিন্সের আগে বেন স্টোকস ছিলেন আইপিএল-এর সব চেয়ে দামি বিদেশি ক্রিকেটার। ২০১৭ সালে সাড়ে ১৪ কোটি টাকা দিয়ে বেন স্টোকসকে কিনেছিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। এ বারের নিলামে ইতিহাস বদলে দেন কামিন্স।

বিশাল অঙ্কের অর্থ পেলেও মাথা ঘুরে যাবে না অজি বোলারের। কামিন্সকে যাঁরা চেনেন, তাঁরাই বলছেন এমন কথা। অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, কামিন্সকে যত টাকাই দেওয়া হোক না কেন, ওর মধ্যে কোনও পরিবর্তনই হবে না।

যেমন আগে ছিলেন,ঠিক তেমনই থেকে যাবেন অস্ট্রেলিয়ার পেসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pat Cummins IPL 2020 KKR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE