ভারতে পা রেখে ভক্তের কাছ থেকে দারুণ এক উপহার পেলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। সেই উপহার হাতে নিয়ে অজি পেসার বললেন, ‘‘অনেক পুরনো স্মৃতি ফিরিয়ে দিল এই জার্সিটা।’’
কামিন্সের ভক্ত তাঁর হাতে তুলে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের পুরনো এক জার্সি। সেই জার্সি পেয়ে কামিন্স ফিরে যাচ্ছেন পুরনো দিনে।
২০১৪-১৫ মরসুমে কেকেআর-এর হয়ে খেলেছিলেন কামিন্স। এ বারের নিলামে তাঁকে আকাশছোঁয়া টাকায় দলে নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। কামিন্স বলছেন, ‘‘ভারতে আসার পরে এক ভক্তের সঙ্গে আমার দেখা হয়। সেই ভক্ত আমাকে ২০১৫ সালের কেকেআর-এর জার্সি উপহার দিয়েছেন।’’
সেই মরসুমে কামিন্স ৩০ নম্বর জার্সি পরতেন। এখনকার কামিন্স অবশ্য আগের থেকে অনেক পরিণত। টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে কামিন্স এখন একনম্বরে। কামিন্স বলছেন, ‘‘২০১৪ সালে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সে বার ইডেন গার্ডেন্সে আমাদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। প্রায় এক লক্ষ মানুষ সেদিন স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল আমাদের অভিনন্দন জানাতে।’’
ফের একবার কেকেআর-এর জার্সি পিঠে উঠছে কামিন্সের। পুরনো জার্সিটা ভাল করে দেখে অজি পেসার বলছেন, ‘‘কেকেআর-এর জার্সির লোগোর কাছ দুটো স্টার রয়েছে। কেকেআর দু’ বার চ্যাম্পিয়ন হওয়ায় দুটো স্টার রয়েছে। আশা করি এই মরসুমে আরও একটা স্টার যোগ করতে পারব লোগোতে।’’ কামিন্সকে নিয়ে আশায় রয়েছেন নাইট-ভক্তরা।
Pat Cummins is in India & was welcomed with a beautiful 🎁 by his fan 💜👕
— KolkataKnightRiders (@KKRiders) January 14, 2020
📹 Watch what Pat had to say 🗣#INDvAUS @patcummins30 #KKR #KorboLorboJeetbo pic.twitter.com/x0UirB0zGS