কলকাতা কার? তার নির্ধারণ হল না রবিবার। নাটকীয় রবিবারেও যবনিকা পড়ল না কলকাতা লিগের। ঝুলে রইল লিগের ভাগ্যও।
এ দিন ইস্টবেঙ্গল, পিয়ারলেস ও মোহনবাগান— এই তিন দলেরই ম্যাচ ছিল। রবিবার সকাল থেকেই শহরে বৃষ্টি। মাঠে জল জমে যাওয়ার জন্য ইস্টবেঙ্গল মাঠে বল গড়াল না। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গল-কলকাতা কাস্টমস ম্যাচ। অন্য দিকে, বারাসতে আনসুমানা ক্রোমার জোড়া গোলে পিয়ারলেস ২-০ হারায় জর্জ টেলিগ্রাফকে। নিজেদের মাঠে মোহনবাগান আবার ৩-০ মাটি ধরায় কালীঘাট এমএস-কে।
পিয়ারলেস এ দিন জেতায় লিগ জয়ের দৌড়ে আরও জোরালো জায়গায় পৌঁছে গেল। অন্য দিকে ম্যাচ বাতিল হওয়ায় ইস্টবেঙ্গলও পেয়ে গেল বাড়তি সুবিধা। কাস্টমসকে ৭-০ গোলে হারালেই ৪০ বার কলকাতা লিগ জিতবে লাল-হলুদ ব্রিগেড। লাল-হলুদ ব্রিগেড আগাম জেনে নিল তাদের লিগ জেতার সমীকরণ।