Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শহরেই হয়তো সাক্ষাৎ দুই সম্রাটের

আটলেটিকো দে কলকাতা-র ম্যাচ যুবভারতীতে বসে দেখবেন ফুটবলসম্রাট পেলে! চমকপ্রদ ঘটনাটা ঘটবে মহালয়ার পরের দিন। ১৩ অক্টোবর। চমকের হয়তো এখানেই শেষ নয়। শহরে সে দিন মুখোমুখি হয়ে যেতে পারেন ফুটবল সম্রাট আর ক্রিকেটের ঈশ্বর। পেলে এবং সচিন তেন্ডুলকর।

অ্যালবাম-১৯৭৭: ইডেনে পা।

অ্যালবাম-১৯৭৭: ইডেনে পা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৯
Share: Save:

আটলেটিকো দে কলকাতা-র ম্যাচ যুবভারতীতে বসে দেখবেন ফুটবলসম্রাট পেলে! চমকপ্রদ ঘটনাটা ঘটবে মহালয়ার পরের দিন। ১৩ অক্টোবর।

চমকের হয়তো এখানেই শেষ নয়। শহরে সে দিন মুখোমুখি হয়ে যেতে পারেন ফুটবল সম্রাট আর ক্রিকেটের ঈশ্বর। পেলে এবং সচিন তেন্ডুলকর। ইন্ডিয়ান সুপার লিগ-টু-তে ওই দিনই আন্তোনিও হাবাসের দল হোম ম্যাচ খেলবে কেরল ব্লাস্টার্সের সঙ্গে। যার অন্যতম মালিক হলেন সচিন। তাই সে দিন যুবভারতীতে সচিনের থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

এ বার ঘরের মাঠে এটাই এটিকের প্রথম ম্যাচ। তারই ভিভিআইপি দর্শক থাকবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। কলকাতা ফ্র্যাঞ্চাইজির অন্যতম কণর্ধার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের একটি অনুষ্ঠানেও উপস্থিত থাকার কথা পেলের। যোগ দিতে পারেন এক আলোচনাচক্রে।

২৪ সেপ্টেম্বর, ১৯৭৭-এ ইডেনে কসমস বনাম মোহনবাগান ঐতিহাসিক ম্যাচে খেলে যাওয়ার ঠিক ৩৮ বছর ১৭ দিন পর আবার কলকাতায় পা দিচ্ছেন পেলে। তাঁর শহরে আসার কথা ১১ অক্টোবর। থাকবেন তিন দিন। তার পর যাবেন দিল্লিতে। সব মিলিয়ে এ বার ভারতে পেলে থাকবেন ছয় দিন। ১১ থেকে ১৬। ১৭ অক্টোবর ফিরে যাবেন।

গত সাত মাসে তিন বার সাওপাওলোর হাসপাতালে অসুস্থতার জন্য ভর্তি হতে হয়েছে ৭৪ বছর বয়সি পেলেকে। তিন বারই অস্ত্রোপচার হয়েছে তাঁর। পিঠের ব্যথা ভোগাচ্ছে। এত অসুস্থতা সত্ত্বেও ভারতে আসছেন বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। সংগঠকদের কাছে পাঠানো বার্তায় পেলে বলেওছেন, ‘‘ভারতে সেই প্রথম সফরের স্মৃতি আমার এখনও অমলিন। কলকাতার ফুটবলপাগল দর্শক আমার কাছে বরাবরের স্পেশ্যাল। এ বারও নিশ্চয়ই ওখানকার নতুন প্রজন্মের ফুটবল পাগলামির সামনে পড়ব। ভারতে আবার যেতে পারছি ভেবে ভাল লাগছে।’’

আটত্রিশ বছর আগে কলকাতায় পেলের ক্লাব টিম কসমসের বিরুদ্ধে সুব্রত ভট্টাচার্য, শ্যাম থাপা, হাবিবদের মোহনবাগান ড্র করেছিল ২-২ গোলে। এ বার স্বভাবতই পেলের মাঠে নামার কোনও সম্ভাবনা নেই। তাঁকে ঘিরে যা কিছু হবে সব মাঠের বাইরে। যুবভারতীতে এটিকের খেলা দেখা বাদে এক ম্যানেজমেন্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে তিন বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তি মুখোমুখি হবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এ ছাড়া একটি আলোচনাচক্রে যোগ দিয়ে পেলে সেখানে ডিনারে বি‌ভিন্ন খেলার নামী খেলোয়া়ড়দের স্মারক-নিলামে অংশ নেবেন। সেই নিলাম থেকে প্রাপ্ত অর্থ দান করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে।

পেলে আরও যে সব অনুষ্ঠানে যোগ দেবেন তার প্রায় সবগুলোই দিল্লিতে। এ বার বিশাল আকারে হচ্ছে জুনিয়রদের জন্য দেশের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সুব্রত কাপ। প্রায় ষাট হাজার ছাত্র-ফুটবলার এই টুর্নামেন্টে খেলবে এ বার। বিশ্বের অনেক নামী ফুটবল দেশের টিম অংশ নিচ্ছে এ বারের সুব্রত কাপে। ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, সুইডেন, ইউক্রেন ছাড়াও অন্য অনেক দেশের দলও খেলবে এশিয়ার অন্যতম সেরা অনূর্ধ্ব ১৭-র এই টুর্নামেন্টে। পেলে যে ক্লাবে বরাবর খেলেছেন, সেই স্যান্টোস ছাড়াও ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোও খেলবে সুব্রত কাপে। যার ফাইনালে উপস্থিত থাকার কথা স্বয়ং পেলের।

পেলের প্রথম আর দ্বিতীয় বার কলকাতা আসার মাঝে এই শহরে এসেছেন বিশ্বের অনেক মেগাতারকা ফুটবলার। মারাদোনা, মেসি থেকে ববি মুর, ইউসেবিও, গার্ড মুলার, অলিভার কান, রোমারিও, ফোরলানদের পা কলকাতায় পড়লেও পেলের আকর্ষণ এখনও অমোঘ। অন্তত সে রকমই মনে করছেন সংগঠকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE