কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। কলকাতার ‘টি ডিভিশন’-এর জন্য নিয়োগ করা হবে কর্মী। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
ডেপুটি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে পাঁচ বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। ডেপুটি ইঞ্জিনিয়ারের বার্ষিক বেতন হবে ৬.৯ লক্ষ টাকা। শূন্যপদ দু’টি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, প্রোডাকশন, অ্যারোনটিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেশিন টুলস ডিজ়াইন ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ জানুয়ারি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।