তাঁকে টপকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসে আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পরের দিনই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘আপডেট’ করে পেলে জানিয়ে দিলেন, তিনিই সর্বোচ্চ গোলদাতা। তাঁকে ছুঁতে গেলে অনেক পথ পেরোতে হবে রোনাল্ডো, লিয়োনেল মেসিকে।
পেলে বরাবরই দাবি করে এসেছেন, কেরিয়ারে হাজারেরও বেশি গোল রয়েছে তাঁর। কিন্তু ফুটবল পরিসংখ্যানের হিসেব যাঁরা রাখেন, তাঁরা বলেছিলেন, সবমিলিয়ে পেলের গোল ৭৫৭। কিন্তু পেলের ইন্সটাগ্রাম আপডেটে দেখা যাচ্ছে, তিনি নিজের গোলসংখ্যা রেখেছেন ১২৮৩। এই সংখ্যাই তিনি শুরু থেকে বলে এসেছেন।
পেলের এই দাবি যদি সত্যি হয়, তাহলে তাঁকে টপকাতে গেলে এখনও ৫০০-রও বেশি গোল করতে হবে রোনাল্ডো এবং মেসিকে, যা কার্যত অসম্ভব।