Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sourav Ganguly

মানুষ মাত্রেরই ভুল হয়! হার্দিক-রাহুল ইস্যুতে বললেন সৌরভ

হার্দিক পান্ড্য ও লোকেশ রাহুলকে নিয়ে চলতে থাকা বিতর্কে দাঁড়ি টানতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, অধিকাংশ ক্রিকেটারই মানুষ হিসেবে দারুণ।

হার্দিক-রাহুল ইস্যুতে দাঁড়ি টানতে চাইছেন সৌরভ।

হার্দিক-রাহুল ইস্যুতে দাঁড়ি টানতে চাইছেন সৌরভ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ১৮:৩০
Share: Save:

মানুষ মাত্রেরই ভুল হয়! তাই ‘কফি উইথ কর্ণ’ টিভি শোয়ে হার্দিক পান্ড্য-লোকেশ রাহুলের মন্তব্য নিয়ে তৈরি হওযা বিতর্কে দাঁড়ি টানতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই ক্রিকেটার এই ঘটনা থেকে শিক্ষা নেবেন বলেও আশাবাদী প্রাক্তন জাতীয় অধিনায়ক।

বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ বলেন, “প্রত্যেক মানুষেরই ভুল হয়। তাই এটা নিয়ে বেশি জলঘোলা করার দরকার নেই। আমি নিশ্চিত, ওরা ব্যাপারটা উপলব্ধি করবে। এবং এই ঘটনা থেকে মানুষ হিসেবে উন্নতি করবে। আর আমরা যন্ত্র নই, মানুষ। সব সময় নিখুঁত থাকা সম্ভব নয়। এই ঘটনাকে পিছনে ফেলে তাই এগিয়ে চলতে হবে। এমন যাতে আর না হয়, তা নিশ্চিত করতে হবে।”

সৌরভ অবশ্য ‘কফি উইথ কর্ণ’ টিভি শোয়ের ওই এপিসোড দেখেননি। তবে অধিকাংশ ক্রিকেটারই যে মানুষ হিসেবে ‘গ্রেট’ তা জানিয়েছেন নির্দ্বিধায়। সৌরভ বলেছেন, “ক্রিকেটাররা সাধারণত নম্রই হয়। তবে এক-আধজন ভুল করে বসে। কিন্তু আমি অধিকাংশকেই চিনি। আর ওরা মানুষ হিসেবে দুর্দান্ত।” প্রসঙ্গত, বোর্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই ক্রিকেটারকে নির্বাসিত করা হয়েছে। দুই জনকেই দু’বার শোকজ করেছে বোর্ড। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে তদন্তের সুবিধার্থে ওম্বাডসম্যান নিয়োগের দাবি করেছে প্রশাসকদের কমিটি বা সিওএ

আরও পড়ুন: হার্দিক-রাহুল তদন্তে সুপ্রিম কোর্টে ওম্বাডসম্যান চাইল সিওএ

আরও পড়ুন: ধোনির ফর্মে ফেরা স্বস্তি আনছে, স্বীকার করলেন ধওয়ন​

তবে এখনকার ক্রিকেটারদের আচরণ নিয়ে কোনও অভিযোগ নেই সৌরভের। তিনি বলেছেন, “বিরাট কোহালিকে দেখুন। ও অসাধারণ রোল মডেল। ভারতের সৌভাগ্য হল, এই দেশে সুনীল গাওস্করের পর সচিন তেন্ডুলকর, তারপর বিরাট কোহালির মতো দারুণ ক্রিকেটাররা এসেছে। এই ক্রিকেটারদের অধিকাংশই মানুষ হিসেবে অসাধারণ। কারণ, তাঁরা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। এবং লড়াই করে এগিয়েছেন।”

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE