Advertisement
১৭ মে ২০২৪

সানেকে তাতানোর চেষ্টা গুয়ার্দিওলার

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ লিগ থেকেই বিদায় নেয় জার্মানি। মাঝমাঠে বারবারই সানের অভাব অনুভব করেছেন বিশেষজ্ঞেরা।

দলের অন্যতম সেরা অস্ত্রকে তাতাতে চাইছেন গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স।

দলের অন্যতম সেরা অস্ত্রকে তাতাতে চাইছেন গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ০৪:৩৯
Share: Save:

গত মরসুমে ম্যাঞ্চেস্টার সিটির সাফল্যের অন্যতম নায়ক তিনি। মিডফিল্ডার হয়েও করেছেন ১০টি গোল। তাঁর পাস থেকে গোল হয়েছে ১৫টি। ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা প্রতিশ্রতিমান ফুটবলারের পুরস্কারও পেয়েছেন। অথচ সেই লেরয় সানে বিশ্বকাপের আগে জার্মানির জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। জার্মানির কোচ ওয়াকিম লো-র সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন ফুটবল পণ্ডিতেরা!

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ লিগ থেকেই বিদায় নেয় জার্মানি। মাঝমাঠে বারবারই সানের অভাব অনুভব করেছেন বিশেষজ্ঞেরা। ম্যান সিটির নতুন তারকা অবশ্য জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে কোনও মন্তব্য করেননি। গুয়ার্দিওলা কিন্তু লো-র উপেক্ষাকেই অস্ত্র করেছেন তাঁর দলের অন্যতম সেরা অস্ত্রকে তাতাতে করতে। তিনি বলেছেন, ‘‘জার্মানির জাতীয় দলের হয়ে ওর নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল। তবে এখন সানে ম্যান সিটির হয়ে নিজের দক্ষতা প্রমাণ করবে।’’ তিনি যোগ করেছেন, ‘‘জাতীয় দল থেকে সানের বাদ যাওয়াটা এখন অতীত। সেই সময় জার্মানির কোচের যা ভাল মনে হয়েছে, সেটাই করেছেন।’’

২০২০ সালে ইউরো কাপে সানে-ই যে আকর্ষণের কেন্দ্রে থাকবেন, নিশ্চিত স্প্যানিশ ম্যানেজার। গুয়ার্দিওলা বলেছেন, ‘‘সানের বয়স কম। দু’বছর পরেই ইউরো কাপ। আর চার বছর পরে বিশ্বকাপ। আশা করছি, সানে নিজেকে দুর্দান্ত ভাবেই প্রমাণ করবে।’’

ম্যান সিটি-সহ বিশ্বের সব সেরা ক্লাবই এই মুহূর্তে ব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক মরসুম প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ’ খেলতে। প্রথম ম্যাচেই ধাক্কা খেল গত বারের ইপিএল চ্যাম্পিয়ন ম্যান সিটি। শিকাগোয় ০-১ গোলে হেরে গেল বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। ২৭ মিনিটে গোল করেন জার্মানির জাতীয় দলে ব্রাত্য আর এক তারকা
মারিয়ো গোৎজে।

বরুসিয়ার বিরুদ্ধে প্রথম দলে একাধিক পরিবর্তন করেছিলেন গুয়ার্দিওলা। অ্যাকাডেমির দুই ফুটবলার লুকা বোল্টন ও এরিক গার্সিয়াকে খেলান শুরু থেকে। এ ছাড়াও প্রথম একাদশে রেখেছিলেন সদ্য যোগ দেওয়া রিয়াদ মাহরেজকে। এ ছাড়াও ছিলেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের তারকা ফিল ফডেন। দ্বিতীয়ার্ধে নামান সানেকে। তাতেও অবশ্য হার বাঁচাতে পারেনি ম্যান সিটি।

ম্যাচের পরে গুয়ার্দিওলা বলেছেন, ‘‘দুর্দান্ত শুরু করেছিলাম আমরা। কিন্তু তার পরে বেশ কয়েকটা সহজ সুযোগ নষ্ট করেছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘বরুসিয়া প্রথম থেকেই প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলছিল।’’ গুয়ার্দিওলা খুশি অ্যাকাডেমির দুই ফুটবলারের পারফরম্যান্সেও। যদিও বোল্টন উইঙ্গার হওয়া সত্ত্বেও তাঁকে রক্ষণে খেলান। ইংল্যান্ডের আর এক প্রতিশ্রুতিমান ফুটবলার বরুসিয়ার জর্ডান স্যাঞ্চোকে আটকানোর জন্যই যে বোল্টনকে রক্ষণে খেলিয়েছেন, ম্যাচের পরে জানান গুয়ার্দিওলা। ম্যান সিটি ম্যানেজার বলেছেন, ‘‘এই প্রথম রাইট ব্যাক হিসেবে খেলল লুকা বোল্টন। পুরো ম্যাচে দুর্দান্ত ভাবে সামলেছেন স্যাঞ্চোকে।’’ এ দিকে, প্যারিস সাঁ জারমাঁয় অভিষেক ম্যাচেই জানলুইজি বুফন তিন গোল খেলেন। নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)-হীন পিএসজি ১-৩ হারল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Pep Guardiola Leroy Sane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE