সিএবি-র জেলা ক্রিকেট লিগে চ্যাম্পিয়ান হল পি কে সান্যাল মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার। মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে দু’দিনের ফাইনাল ম্যাচে ভিএসপি-কে ১০ রানে হারায় তারা। জেলার চ্যাম্পিয়ন দল হিসেবে ২০১৭-১৮ তে ‘এস পি হাজরা ক্লাব চ্যাম্পিয়নশিপ’-এ যোগ দেবে পি কে সান্যাল মেমোরিয়াল।
দশটি দল নিয়ে গত ৩ এপ্রিল জেলা লিগ শুরু হয়েছিল অরবিন্দ স্টেডিয়ামে। মেদিনীপুর জেলার চারটি মহকুমার চ্যাম্পিয়ন ও রানার্স দল ও পূর্ব মেদিনীপুরের দু’টি দল যোগ দিয়েছিল। লিগ শেষে প্রথম সেমিফাইনালে ঝাড়গ্রাম রঘুনাথ মেমোরিয়াল স্পোর্টিংকে হারিয়ে ফাইনালে ওঠে ভিএসপি একাদশ। দ্বিতীয় সেমিফাইনালে খড়্গপুর স্ট্রাইকারকে হারিয়ে ফাইনালে ওঠে পি কে সান্যাল মেমোরিয়াল। শুক্রবার দু’দিনের ফাইনাল খেলা শুরু হয়। বৃষ্টি হওয়ায় মাঠ শুকনো ছিল না। তাই ৮০ ওভারের পরিবর্তে ৫০ ওভারের খেলা শুরু হয় বিকেল সাড়ে তিনটায়। টসে জিতে ব্যাট করে পি কে সান্যাল। প্রথম দিনে ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৬ রান করে তারা।
দ্বিতীয় দিনে ৩৫.২ ওভার ব্যাট করে মোট ১৫২ রানে অল আউট হয়ে যায়। মহম্মদ হাসান ৬২ রান করে। রাহুল ঠাকুর ১৬ ওভার বল করে ৪৭ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেয়। জবারে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৪২ রান করে ভিএসপি। বিশাল তুসিয়ান ৪৮ রান করেন। ঘনশ্যাম পালিত ৮ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৫ উইকেট পান। ব্যাট হাতেও ২১ রান করে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন ঘনশ্যাম। গত শনিবার ঘনশ্যামের বাবা মারা গিয়েছেন। তারপরেও দু’দিন ধরে খেলেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচের সম্মান বাবাকে উৎসর্গ করেন ঘনশ্যাম। টুর্নামেন্টের ৬টি ম্যাচে একটি সেঞ্চুরি-সহ ৩৭৮ রান করে ম্যান অদ দ্য সিরিজ হয়েছেন ভিএসপি-র শেখ নওয়াজ শরিফ। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স দলের হাতে ট্রফি ও নগদ টাকা তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি চিকিৎসক মনোবিলাস দে ও সম্পাদক বিনয় দাস মাল।