Advertisement
১০ ডিসেম্বর ২০২৪
Narendra Modi

CWG 2022: কমনওয়েলথ গেমসে কী ভাবে এল ৬১ পদক! কারণ ব্যাখ্যা প্রধানমন্ত্রী মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে, স্বজনপোষণ নয়, প্রতিভা বিচার করে প্রতিযোগীদের পাঠানো হয়েছে কমনওয়েলথ গেমসে। তাই এতগুলি পদক জিতেছে ভারত।

স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর।

স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ১৯:২১
Share: Save:

দু’দিন আগে নিজের বাসভবনে কমনওয়েলথ গেমসের প্রতিযোগীদের সঙ্গে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী। তাঁদের সম্বর্ধনা দিয়েছিলেন। সোমবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতির উদ্দেশে তাঁর ভাষণে আবার কমনওয়েলথ গেমসের কথা উঠে এল। কী ভাবে প্রতিযোগিতায় ভারত ৬১টি (২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ) পদক জিতেছে, তার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর মতে, কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের প্রধান কারণ স্বজনপোষণ না করে প্রতিভা দেখে প্রতিযোগীদের পাঠানো। তিনি বলেন, ‘‘কমনওয়েলথ গেমসে আমরা ভাল ফল করেছি। কারণ, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ছিল। কোনও রকম স্বজনপোষণ না করে প্রতিভা দেখে প্রতিযোগীদের নির্বাচন করা হয়েছে।’’

ভারতের খেলাধুলোর জগতে স্বজনপোষণের কথা আগেও মোদীর মুখে শোনা গিয়েছে। চলতি বছর মার্চ মাসে ‘খেল মহাকুম্ভ’ প্রতিযোগিতার উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘রাজনীতিতে যে ভাবে ভাই-ভাইপোদের সুযোগ দেওয়া হয়, ঠিক তেমনই খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ করা হত। তার ফলে অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ সারা জীবন ধরে অনেক কষ্ট করেও সাফল্য পেত না। কিন্তু সময় বদলেছে। এখন নাম নয়, প্রতিভা দেখে বিচার করা হয়।’’

শনিবার নিজের বাসভবনে কমনওয়েলথের প্রতিযোগীদের সঙ্গে দেখা করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘‘শুধু পদকের সংখ্যা দিয়ে আমাদের ক্রীড়াবিদদের সাফল্য বিচার করা যাবে না। অনেকে এক সেন্টিমিটারের জন্য পদক জিততে পারেনি। আমি জানি আগামী দিনে তারা পারবে। এটা সবে শুরু। ভারতের খেলাধুলোর সোনার দিন দরজায় কড়া নাড়ছে।’’

অন্য বিষয়গুলি:

Narendra Modi Commonwealth Games 2022 independence day 75th Independence Day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy