Advertisement
১৮ এপ্রিল ২০২৪

পোগবা থাকবেন ম্যান ইউয়ে, বিশ্বাস মোরিনহোর

পোগবা প্রসঙ্গে মোরিনহো বলেছেন, ‘‘মনে হয় পরের মরসুমেও ও আমাদের সঙ্গেই থাকবে। আমার মন অন্তত সেরকমই বলছে।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মে ২০১৮ ০৩:০৮
Share: Save:

জোসে মোরিনহো চান আগামী মরসুমে পল পোগবা থাকুন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই। সম্প্রতি শোনা যাচ্ছে, ফরাসি তারকাকে দলে নেওয়ার চেষ্টা করছে প্যারিস সাঁ জারমাঁ। মোরিনহোর সঙ্গে পোগবার সম্পর্কও খুব ভাল নয় জাতীয় জল্পনা এখনও বন্ধ হয়নি। যার পরিপ্রেক্ষিতে ম্যান ইউনাইটেড ম্যানেজারের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

পোগবা প্রসঙ্গে মোরিনহো বলেছেন, ‘‘মনে হয় পরের মরসুমেও ও আমাদের সঙ্গেই থাকবে। আমার মন অন্তত সেরকমই বলছে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আপনাদের নিশ্চিন্ত করতে বলতে পারি যে আমি অন্তত চাই না পল অন্য কোথাও চলে যাক। ক্লাবেরও ওকে বিক্রি করে দেওয়ার কোনও ইচ্ছে নেই। সেই সঙ্গে এটাও জানাচ্ছি যে পল নিজে বা ওর এজেন্ট এখনও আমাদের এমন কিছু বলেনি যাতে মনে হতে পারে যে ও চলে যাবে। প্রস্তাব আসেনি অন্য কোনও ক্লাবের কাছ থেকেও। তাই এই মুহূর্তে পলের ক্লাব ছাড়ার কোনও সম্ভাবনা আছে বলে আমি বিশ্বাস করি না।’’

পোগবাকে নিয়ে মোরিনহোর এতটা আগ্রহ দেখে অনেকেই বেশ অবাক। ওল্ড ট্র্যাফোর্ডে ফরাসি তারকার এই মরসুমটা একেবারেই সহজ-সুন্দর ভাবে কাটেনি। সেভিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোনও পর্বেই তাঁকে প্রথম একাদশে রাখেননি মোরিনহো। দু’একবার সাংবাদিক সম্মেলনে এসে পোগবার আচরণ নিয়েও উষ্মা প্রকাশ করেছিলেন। এমন একটা অবস্থায় পোগবার পরের মরসুমে নতুন কোনও ক্লাবে চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। সেই সঙ্গে এটাও ঘটনা যে অন্য অনেক ক্লাব তাঁর ব্যাপারে আগ্রহীও।

পোগবাকে নিয়ে মোরিনহো আগ্রহ দেখানোর দিনেই আলোচনার কেন্দ্রে এভার্টন তারকা ওয়েন রুনি। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ও ম্যান ইউনাইটেড তারকাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ডি সি ইউনাইটেড। ইংল্যান্ড সংবাদ মাধ্যমের দাবি, রুনির প্রতিনিধি আলোচনা চালাচ্ছেন ডি সি ইউনাইটেড কর্তাদের সঙ্গে। যদিও এখনও চুক্তিতে সই করেননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE