Advertisement
E-Paper

Pramod Bhagat: প্রমোদের প্রেরণা ‘মাস্টার’

প্যারালিম্পিক্স ব্যাডমিন্টন সিঙ্গলসের ফাইনালে প্রমোদ হারিয়েছিলেন ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ০৬:৪৪
সচিনের সঙ্গে প্রমোদ।

সচিনের সঙ্গে প্রমোদ। ছবি: টুইটার।

টোকিয়ো প্যারালিম্পিক্স থেকে ব্যাডমিন্টনে ভারতের প্রথম সোনা এনেছেন তিনি। সেই প্রমোদ ভগৎ জানালেন, চাপের মুখে মাথা শান্ত রেখে লড়ার প্রেরণা তিনি পেয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে দেখে।

প্যারালিম্পিক্স ব্যাডমিন্টন সিঙ্গলসের ফাইনালে প্রমোদ হারিয়েছিলেন ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে। ফাইনালে এক সময়ে ড্যানিয়েলের বিরুদ্ধে আট পয়েন্টে পিছিয়ে গিয়েও জয় ছিনিয়ে আনেন চার বছর বয়সে পোলিয়োয় আক্রান্ত হওয়া প্রমোদ। ছোটবেলায় চরম সমস্যায় দিন কাটাতে হয়েছে তাঁকে। কিন্তু তিনি তা অতিক্রম করেছেন লড়াকু মানসিকতাকে সম্বল করে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রমোদ বলেছেন, ‍‘‍‘ছোটবেলায় ক্রিকেট খেলতাম। সেই সময়ে দূরদর্শনে ভারতীয় ক্রিকেট দলের খেলা দেখতাম মুগ্ধ হয়ে। আকর্ষণ ছিলেন সচিন তেন্ডুলকর। যে ভাবে সচিন শান্ত মাথায় চাপ কাটিয়ে ভারতীয় দলের জয় ছিনিয়ে আনতেন, তা প্রভাবিত করেছিল অল্প বয়সেই।’’

সম্প্রতি সচিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রমোদ। সেই ছবি গণমাধ্যমে প্রকাশ করে তিনি লিখেছেন, ‍‘‍‘অবশেষে স্বপ্ন সফল। বোঝাতে পারবো না আজ কতটা খুশি আমি। ছোট থেকেই সচিন আমার প্রেরণা। এই সাক্ষাৎ সারা জীবনের প্রাপ্তি। আনন্দে আজ রাতে ঘুমাতে পারবো না।’’ যোগ করেছেন, ‍‘‍‘খেলা শুরুর দিন থেকেই সচিনের চাপমুক্ত হয়ে খেলার ধরন অনুসরণ করেছি। যা আমাকে বিশ্বচ্যাম্পিয়নশিপ-সহ অনেক ম্যাচেই চাপের মুখে ম্যাচ জিততে সাহায্য করেছে।’’

Pramod Bhagat Tokyo Paralympics 2020 Sachin Tendulkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy