রাজ্য ফুটবল অ্যাকাডেমির কোচ হচ্ছেন আটের দশকের অন্যতম নামী মিডিও প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফুটবল অ্যাকাডেমি নিয়ে সভার পর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দেন, প্রশান্তই কোচ হচ্ছেন। তবে গৌতম সরকারকে ছেঁটে ফেলা হচ্ছে না। তিনি টিডিই থাকছেন। গোলকিপার কোচ হচ্ছেন দেবাশিস মুখোপাধ্যায়।
ছোটদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে প্রশান্তর। ২০০২-তে অনূর্ধ্ব ১৬ জাতীয় দল নিয়ে এশিয়ান কাপ খেলতে আবুধাবি গিয়েছিলেন তিনি। তাঁর ‘এ’ লাইসেন্সও আছে। ১ নভেম্বর থেকে খড়দহে অ্যাকাডেমির কাজ শুরু করবেন তিনি। দায়িত্ব পাওয়ার পর বলছিলেন, ‘‘আমার লক্ষ্য ভাল কিছু ফুটবলার তুলে এনে তা বাংলার বিভিন্ন ক্লাবকে উপহার দেওয়া। সেই লক্ষ্যেই কাজ করব।’’ তিনি জানিয়ে দিলেন, বর্তমান অ্যাকাডেমির ফুটবলারদের কাউকে পছন্দ না হলে তিনি বাদ দিয়ে দেবেন। বললেন, ‘‘নতুন করে শুরু করতে চাই অ্যাকাডেমির কাজ।’’