ইংল্যান্ড ক্রিকেট মহলে তাঁকে দেখা হয় উদীয়মান এক প্রতিভা হিসেবে। অনেকেই তাঁকে ডাকেন ‘নতুন মন্টি’ বলে। তবে এই নতুন মন্টি বাঁ-হাতি স্পিনার নন। ডান হাতি অফস্পিন বোলার। নাম অমর ভির্দি। পূর্বসূরি মন্টি পানেসরের সঙ্গে চেহারার দারুণ মিল থাকার জন্যই নতুন মন্টি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। যাঁকে নেট প্র্যাক্টিসে খেলেই এখন অশ্বিন, অক্ষর পটেলদের বোলিংয়ের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন
ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা।
বৃহস্পতিবার থেকে মোতেরায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট। সেখানেও ঘূর্ণি পিচে খেলতে হবে বলেই ধরে নিচ্ছে ইংল্যান্ড। যে কারণে নেটে চলছে স্পিনের বিরুদ্ধে বিশেষ মহড়া। নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা অমরের দায়িত্বও অনেক বেড়ে গিয়েছে। ইংল্যান্ড শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, মঙ্গলবার দীর্ঘ সময়ে জো রুট, জ্যাক ক্রলিদের বল করেছেন বাইশ বছর বয়সি এই অফস্পিনার।
অমরের পূর্বপুরুষ পঞ্জাবের বাসিন্দা। সেখান থেকে তাঁর বাবা চলে গিয়েছিলেন কিনিয়া। আফ্রিকা মহাদেশ থেকে তার পরে গ্রেট ব্রিটেনে পাড়ি জমান তিনি। সেখানেই জন্ম এবং এর পরে সারে কাউন্টির হয়ে খেলে উত্থান অমরের। যখন তিনি খেলা শুরু করেন, ইংল্যান্ডের হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন মন্টি। ফলে অমরের সামনে উদাহরণের অভাব ছিল না। যদিও ভারতের হরভজন সিংহের বোলিং খুবই পছন্দ বলে এর আগে জানিয়েছিলেন অমর।