এই মুহূর্তে ইস্টবেঙ্গলের শিবির চলছে কল্যাণীতে। বৃহস্পতিবার অনুশীলন চলার সময়ই অসুস্থ হয়ে পরেন তিনি। সারা শরীরে ক্র্যাম্প হতে শুরু করে। সাধারণত ডিহাইড্রেশনের জন্য ফুটবলারদের এই সমস্যা হয়ে থাকে। তবে সেটা পায়েই বেশি হয়। কিন্তু ইস্টবেঙ্গলের এই স্ট্রাইকারের ক্র্যাম্প হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় শ্বাস কষ্ট। এমন অবস্থায় ঝুঁকি না নিয়ে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তাঁকে আইসিইউতে ভর্তি করে নেওয়া হয়। এ দিন রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়েছে। প্রহ্লাদের অবস্থা আপাতত স্থিতিশীল হলেও সমস্যাটা রয়েছেই।