Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Feyisa Lilesa

রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে প্রতিবাদ করে দেশ ছাড়া ইথিওপিয়ান অ্যাথলিট

ইথিওপিয়ার মতো দেশের হয়ে ম্যারাথনে রৌপ্য পদক জিতে প্রদিবাদের পথ বেছে নিয়েছিলেন তিনি। দেশের রাজনৈতিক অস্থিরতা, নিগ্রহের বিরুদ্ধে অলিম্পিক্সের ট্র্যাকেই দ্বিতীয় স্থানে শেষ করে মাথার উপর দু’হাত ক্রস করে সেই প্রতিবাদ জানিয়েছিলেন ফেইসা লিলেসা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ২০:৫৮
Share: Save:

ইথিওপিয়ার মতো দেশের হয়ে ম্যারাথনে রৌপ্য পদক জিতে প্রদিবাদের পথ বেছে নিয়েছিলেন তিনি। দেশের রাজনৈতিক অস্থিরতা, নিগ্রহের বিরুদ্ধে অলিম্পিক্সের ট্র্যাকেই দ্বিতীয় স্থানে শেষ করে মাথার উপর দু’হাত ক্রস করে সেই প্রতিবাদ জানিয়েছিলেন ফেইসা লিলেসা। আর তার পরই তাঁর দেশে ফেরা নিয়ে দেখা দিয়েছে সংশয়। দেশের সব অ্যাথলিটরা ইথিওপিয়ায় ফিরে গেলেও ফেরার ফ্লাইটে উঠতে পারলেন না প্রতিবাদী এই অলিম্পিয়ান। জানা গিয়েছে সোমবার যে ফ্লাইট দেশের অ্যাথলিটদের নিয়ে পৌঁছেছে সেখানে ছিলেন না ফেইসা। ইথিওপিয়ান স্পোর্টস অফিশিয়ালরা দলের সদস্যদের একে একে শুভেচ্ছা জানালেও তাঁর নাম কোথাও বলা হয়নি। তবে অফিশিয়ালদের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

রবিবারই ছিল লিলেসার ইভেন্ট। ২৬ বছরের এই অ্যাথলিট দৌড় শেষ করে দুই হাত ক্রস করে প্রতীকি প্রতিবাদ জানানোর পর পদক নিতে গিয়েও একইভাবে প্রতিবাদ করেন। তার পর তিনি নিজেই জানিয়েছিলেন এর পর তিনি দেশে ফিরতে ভয় পাচ্ছেন। যদিও সেই সময় দেশের তরফে জানানো হয়েছিল লিলেসার দেশে ফিরতে কোনও ভয় নেই। কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশে পৌঁছননি। সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা। কিন্তু এক অ্যাথলিট এজেন্ট রোজা জানিয়েছেন, এর পর লিলেসার দেশে ফেরা প্রায় অসম্ভব। আরও অনেকেই তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন। এই মুহূর্তে লিলেসা কোথায় আছে সেই খবরও নেই কারও কাছে।

আরও খবর

জিকা নয় সুধা আক্রান্ত সোয়াইন ফ্লুয়ে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Feyisa Lilesa Ethiopia Athelete
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE