Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অস্ত্রোপচার হলে দু’মাস বাইরে নেমার

কবে ফের মাঠে ফিরতে পারবেন পিএসজি-র এই ব্রাজিলীয় তারকা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, এ ব্যাপারে পিএসজি-র তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

হাড় ভেঙেছে, নেমার কবে মাঠে ফিরবেন তা নিয়ে তুঙ্গে জল্পনা।

হাড় ভেঙেছে, নেমার কবে মাঠে ফিরবেন তা নিয়ে তুঙ্গে জল্পনা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:০৯
Share: Save:

চব্বিশ ঘণ্টাতেই পাল্টে গেল পরিস্থিতি।

সোমবারও প্যারিস সঁ জারমঁ-র কোচ উনাই এমরে বলেছিলেন, নেমার-এর চোট গুরুতর নয়। কিন্তু রাত পেরোতেই নেমার-এর ক্লাব পিএসজি বিবৃতি দিয়ে জানিয়ে দিল, ডান পায়ের গোড়ালির লিগামেন্ট মচকে যাওয়ার সঙ্গে পায়ের পাতায় কনিষ্ঠ আঙুলের হাড় ভেঙেছে এই ব্রাজিলীয় ফুটবলারের। ফলে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচে নেই নেমার। ৬ মার্চ যে ম্যাচ হবে পিএসজি-র ঘরের মাঠে। প্রথম পর্বে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাউ-তে ১-৩ হেরে ফিরেছিলেন নেমার-রা।

এ দিনই নেমার-এর চোটের সিটি স্ক্যান রিপোর্ট পাওয়া গিয়েছে। যা দেখার পরে, পিএসজি-র তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘নেমার-এর চোট সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য যে অতিরিক্ত পরীক্ষা করার কথা ছিল, তা সম্পন্ন হয়েছে। তাতে দেখা যাচ্ছে ওর ডান পায়ের গোড়ালি মচকে গিয়েছে। একই সঙ্গে ওর ডান পায়ের কনিষ্ঠ আঙুলের হাড়ও ভেঙেছে।’

ফলে কবে ফের মাঠে ফিরতে পারবেন পিএসজি-র এই ব্রাজিলীয় তারকা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, এ ব্যাপারে পিএসজি-র তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ব্রাজিল, ফ্রান্স ও স্পেনের প্রচারমাধ্যমের দাবি, সংশ্লিষ্ট ফুটবলারের ঘনিষ্ঠ জনের কাছ থেকে জানা গিয়েছে, সুস্থ হতে গেলে অস্ত্রোপচার করাতে হবে নেমারকে। অস্ত্রোপচারের পরে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে নেমার মাঠে নামতে পারেন মে মাসের মাঝামাঝি। যার অর্থ, প্যারিস সঁ জারমঁ-র হয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলা হচ্ছে না তাঁর। সেই ম্যাচে যদি পিএসজি বড় ব্যবধানে জিতেও পরের রাউন্ডে যায়, সে ক্ষেত্রেও নেমারকে পাওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ। যদিও ফরাসি প্রচারমাধ্যমের অন্য একটি অংশের দাবি, অস্ত্রোপচার করতে হবে না নেমারকে। এক মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন তিনি। এখনও অস্ত্রোপচারের ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি।

এক বছর আগে পায়ের কনিষ্ঠ আঙুলের হাড় (মেটাটারসাল) ভেঙে একই রকম চোট পেয়েছিলেন ব্রাজিল জাতীয় দলে নেমার-এর সতীর্থ ম্যাঞ্চেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস। যাঁর মাঠে ফিরতে সময় লেগেছিল দু’মাস। অতীতে ডেভিড বেকহ্যাম ও ওয়েন রুনিও একই জায়গায় চোট পেয়ে মাঠে ফিরেছিলেন ছয় মাস পরে।

বুধবার ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে মার্সেই-এর বিরুদ্ধে ম্যাচ রয়েছে প্যারিস সঁ জারমঁ-র। সপ্তাহ শেষে রয়েছে লিগ ওয়ান-এর ম্যাচ। ৩১ মার্চ লিগ কাপ ফাইনালে তাদের ম্যাচ রয়েছে মোনাকোর বিরুদ্ধে। ফলে এই ম্যাচগুলোতে নেমার ছাড়াই মাঠে নামতে হতে পারে এদিনসন কাভানি-কিলিয়ান এমবাপে-দের।

• গোড়ালি-সন্ধিতে লিগামেন্টে ‘ইনভার্সন ইনজুরি’ নেমার-এর।

• গোড়ালি মচকে গেলে অন্তত তিন সপ্তাহ বিশ্রাম নিতে হয়।

• লিগামেন্ট ছিঁড়ে গেলে অর্থোস্কোপি করে চোটের জায়গায় ছেঁড়া পেশিতন্তু জুড়ে দেওয়া হয়।

• অস্ত্রোপচারের পরে রিহ্যাব। ম্যাচ ফিট হয়ে মাঠে ফিরতে ৮-১০ সপ্তাহ লাগে।

• কনিষ্ঠ আঙুলের ‘মেটাটারসাল’ হাড় বেশি ভাঙলে ধাতব প্লেট বসিয়ে স্ক্রু দিয়ে জুড়ে দেওয়া হয়। এক্ষেত্রেও মাঠে নামতে সময় লাগে অন্তত ৬-১০ সপ্তাহ।

তথ্য: ডা. শান্তিরঞ্জন দাশগুপ্ত, অস্থিশল্যবিদ

রবিবার রাতে যার সঙ্গে সংঘর্ষে নেমার-এর এই গুরুতর আঘাত, মার্সেই-এর সেই মিডফিল্ডার বোউনা সার, এই রিপোর্ট ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ব্রাজিল ও পিএসজি সমর্থকদের আক্রমণের মুখে পড়েছেন। কারণ, মার্চের শেষ দিকে রাশিয়া ও জার্মানির বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ রয়েছে ব্রাজিলের। যে ম্যাচে নেমারকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। যদিও মার্সেই-এর এই ফুটবলার বলছেন, ‘‘আমার কোনও উদ্দেশ্য ছিল না নেমারকে আঘাত করা। আমি তা করিওনি। আমি বলেই পা চালিয়েছিলাম। হয়তো নেমার-এর গোড়ালি আচমকা মচকে গিয়েছে। ওর দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।’’ একই সঙ্গে ব্রাজিলের সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে, নেমারকে মারার নাটের গুরু দিমিত্রি পায়েত। তিনিই গোটা দলকে প্ররোচিত করেন নেমারকে মারার জন্য। এমনকী তিনি নাকি ম্যাচের শুরু থেকেই রেফারিকে বলতে শুরু করেছিলেন, ‘‘নেমারকে শান্ত হতে বলুন। প্লে অ্যাক্টিং বন্ধ না করলে, ওকে শান্ত করার দায়িত্ব আমরা নিচ্ছি।’’ যা সমর্থন করেছেন অভিশপ্ত ওই ম্যাচে খেলা পিএসজি-র ব্রাজিলীয় ডিফেন্ডার থিয়াগো সিলভা। যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি পায়েত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE