Advertisement
০২ মে ২০২৪

জিততে মরিয়া রোনাল্ডোকেই ভয় পিএসজি-র

রোনাল্ডোর এই কথার পরেই ঘুম ছুটেছে পিএসজি-র তারকা স্টাইকার এদিনসন কাভানির। উরুগুয়ের স্ট্রাইকার বলছেন, ‘‘অনেকেই বলছেন যে চলতি মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সে রকম ছন্দে নেই।

মহড়া: চ্যাম্পিয়ন্স লিগে নেমারের প্যারিস সাঁ জরমাঁর বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি সি আর সেভেনের। ছবি: টুইটার

মহড়া: চ্যাম্পিয়ন্স লিগে নেমারের প্যারিস সাঁ জরমাঁর বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি সি আর সেভেনের। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৬
Share: Save:

সপ্তাহ শেষে রিয়াল সোসিদাদ-এর বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করে তিনি ফের বার্তা দিয়েছেন বিধ্বংসী ফর্মে ফেরার। এ বার চ্যাম্পিয়ন লিগ প্রি-কোয়ার্টার ফাইনালে নেমারের প্যারিস সাঁ জরমাঁ-র বিরুদ্ধে নামার আগে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সিআর সেভেন বলছেন, ‘‘মাঠে নামলে নিজের সেরাটা দিতে চাই। কিন্তু সব সময় তা হয় না। কিন্তু অভিজ্ঞতা শিখিয়েছে, অনুশীলনে নিজেকে নিংড়ে দিলে ম্যাচে গোল আসবেই।’’ সঙ্গে পিএসজি ম্যাচ নিয়ে রোনাল্ডো জুড়ে দেন, ‘‘এমন একটা টিমের বিরুদ্ধে খেলতে যাচ্ছি, যে দলে বেশ কয়েকজন দুর্দান্ত ফুটবলার রয়েছে। কিন্তু আমরাও ষথেষ্ট শক্তিশালী ও অভিজ্ঞ। এখন আমাদের কাজ চ্যাম্পিয়ন্স লিগে সামনের দু’টো ম্যাচের জন্য মনোনিবেশ করা।’’

রোনাল্ডোর এই কথার পরেই ঘুম ছুটেছে পিএসজি-র তারকা স্টাইকার এদিনসন কাভানির। উরুগুয়ের স্ট্রাইকার বলছেন, ‘‘অনেকেই বলছেন যে চলতি মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সে রকম ছন্দে নেই। কিন্তু ওর মতো আগ্রাসী মেজাজের ফুটবলার কখন ফর্মে ফিরে বিপক্ষকে উড়িয়ে দেবে তা আগাম বলা যায় না। এই ম্যাচটাতেই হয়তো বাড়তি প্রেরণা নিয়ে খেলে, ম্যাচ বার করে নিতে পারে রোনাল্ডো।’’

তবে নিজেদের দিনে তাঁরা যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারেন, সে কথাও বলছেন কাভানি। ‘‘দুর্দান্ত ফর্মে আছি আমরাও। ক্লাবও বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ ফুটবলারকে (পড়তে হবে নেমার) দলে এনেছে। এতে চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে আমাদের আত্মবিশ্বাস ধাক্কা খাবে না।’’ সঙ্গেই জুড়ে দিয়েছেন, ‘‘ঘরের মাঠে রিয়াল বেশি গোল করতে মরিয়া হবে। আবার আমাদেরও লক্ষ্য থাকবে প্রতি-আক্রমণে গিয়ে গোল করে ফিরতি পর্ব পর্যন্ত লড়াইয়ে থাকা।’’ সঙ্গে এটাও বলে দেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ব্যাকভলিতে গোল করে পিএসজি-কে চ্যাম্পিয়ন করতে চাই। কিন্তু তা সফল করতে গেলে কঠিন রিয়াল ম্যাচটা জিততে হবেই।’’

কাভানিরা যেমন চ্যাম্পিয়ন্স লিগে এই মহা-ম্যাচের আগে যেমন রোনাল্ডোকে নিয়ে চিন্তিত, ঠিক তেমনই রিয়াল শিবির চিন্তিত পিএসজি-র তারকা স্ট্রাইকার নেমার-কে নিয়ে। ডিফেন্ডার ড্যানি কার্ভাহাল যখন বলছেন, ‘‘নেমারকে আটকানোর কোনও ম্যাজিক ফর্মুলা নেই।’’ মজার ব্যাপার হল, কার্ড সমস্যায় ঘরের মাঠে রিয়ালের হয়ে খেলতে পারবেন না কার্ভাহাল।

চলতি মরসুমে প্যারিসের দলটির জার্সি গায়ে নেমার গোল করেছেন ২৮টি। করিয়েছেন ১৬টি। সেই নেমার প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার কার্ভাহাল বলছেন, ‘‘আমি নিজে না খেললেও আশা করব, বুধবার রাতটা যেন নেমারের না হয়। তার জন্য প্রার্থনা করছি।’’

চ্যাম্পিয়ন্স লিগে গত দু’বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফলে এ বার টুর্নামেন্টে হ্যাটট্রিক করার সম্ভাবনা রিয়ালের সামনে। সে প্রসঙ্গ উঠলে কার্ভাহাল বলছেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে কোনও ফেভারিট হয় না। নেমারের বিরুদ্ধে আমাদের পুরনো ভুলগুলো করা চলবে না।’’

চ্যাম্পিয়ন্স লিগ শেষ হলেই বিশ্বকাপ। যে টুর্নামেন্টে খেলবে রোনাল্ডোর টিম ইউরোপ সেরা পর্তুগাল। এ দিন প্রচারমাধ্যমের কাছে সে ব্যাপারেও নিজের মত ব্যক্ত করেছেন সিআর সেভেন। তাঁর কথায়, ‘‘বিশ্বকাপে পর্তুগাল ফেভারিট নয়। বরং রাশিয়ায় ফেভারিট ব্রাজিল, আর্জেন্তিনা, জার্মানি, স্পেন ও ফ্রান্স। তবে আমরাও সেরাদের সঙ্গে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করে অনেক অঘটনই ঘটাতে পারি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE