Advertisement
২৬ এপ্রিল ২০২৪
pt usha

PT Usha: চলে গেলেন পিটি ঊষার কোচ ওএম নামবিয়ার, শোকস্তব্ধ ছাত্রী

দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত নামবিয়ারের জন্ম কেরলের কান্নুরে। কলেজে পড়ার সময় নিজেও অসাধারণ দৌড়বিদ ছিলেন তিনি।

ও এম নামবিয়ার।

ও এম নামবিয়ার। ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ২৩:৪১
Share: Save:

চলে গেলেন ও এম নামবিয়ার। পিটি ঊষার কোচ নামবিয়ারের বয়স হয়েছিল ৮৯ বছর। টুইট করে কোচের মৃত্যু সংবাদ জানান প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা।

টুইট করে ঊষা লেখেন, ‘আমার গুরু, কোচের চলে যাওয়া মনের মধ্যে যে গভীর ক্ষত তৈরি করল, তা কখনও পূরণ হবে না। আমার জীবনে তাঁর অবদান শব্দে প্রকাশ করা যাবে না। গভীর ভাবে শোকাচ্ছন্ন। আপনাকে খুব মিস করব ও এম নামবিয়ার স্যর।’

দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত নামবিয়ারের জন্ম কেরলের কান্নুরে। কলেজে পড়ার সময় নিজেও অসাধারণ দৌড়বিদ ছিলেন তিনি। তাঁর কলেজের অধ্যক্ষের কথায় সেনায় যোগ দিয়ে খেলা চালিয়ে যান নামবিয়ার। ১৯৭৬ সাল থেকে পিটি ঊষাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন তিনি।

ভারতের প্রথম তিন দ্রোণাচার্য পুরস্কার প্রাপকের একজন হলেন নামবিয়ার। ১৯৮৫ সালে এই পুরস্কার পান তিনি। এই বছর তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pt usha Athletic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE