Advertisement
০৩ মে ২০২৪
র‌্যাকেটের খেলায় আজ ফের মহাকাব্যিক দ্বৈরথ

রাজধানীতে রিও পার্ট টু, মুখোমুখি সিন্ধু ও মারিন

রিও অলিম্পিক্সের পুনরাবৃত্তি ঘটতে চলেছে নয়াদিল্লিতে। দাঁড়ান, পি ভি সিন্ধু সংশোধন করে দিতে চান। দিল্লিতে ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে ওঠার পর এক সাংবাদিক তাঁকে ঠিক এটাই বলেছিলেন।

হুঙ্কার: ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে সিন্ধু। পিটিআই

হুঙ্কার: ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে সিন্ধু। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০৩:৩৮
Share: Save:

রিও অলিম্পিক্সের পুনরাবৃত্তি ঘটতে চলেছে নয়াদিল্লিতে।

দাঁড়ান, পি ভি সিন্ধু সংশোধন করে দিতে চান। দিল্লিতে ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে ওঠার পর এক সাংবাদিক তাঁকে ঠিক এটাই বলেছিলেন। সঙ্গে সঙ্গে সিন্ধু বলে ওঠেন, ‘‘রিওর রিপিট বলবেন না প্লিজ। ওটাতে যে ও জিতেছিল।’’

চিরকালের জন্য ক্রিকেটের দেশে ব্যাডমিন্টন খেলাটাকেই পাল্টে দিয়ে গিয়েছিল রিওর সেই ফাইনাল। কোটি কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ করে সোনা জিতেছিলেন ক্যারোলিনা মারিন। আবার দু’জনের সাক্ষাৎ ঘটতে চলেছে রবিবার রাজধানীতে। ‘‘আমরা দু’জনে কোর্টের বাইরে খুব ভাল বন্ধু,’’ বলে গেলেন সিন্ধু, ‘‘তবে কোর্টের মধ্যে কেউ কাউকে ছাড়তে চায় না। আশা করব, সবাই ভাল ফাইনাল দেখতে পাবেন।’’

দ্বিতীয় বাছাই দক্ষিণ কোরিয়ার সুং জি হিউন-কে শনিবার সিন্ধু হারালেন ২১-১৮, ১৪-২১, ২১-১৪। শেষ পয়েন্ট পর্যন্ত লড়ে ম্যাচ ছিনিয়ে নিলেন তিনি। অন্যদিকে মারিন স্ট্রেট গেমে হারালেন জাপানের দুরন্ত প্রতিভা ইয়ামাগুচিকে।

ঐতিহাসিক: রিওর সেই ছবি। সিন্ধু ও মারিন। ফাইল চিত্র

রিও কি এখনও খোঁচা দেয়? প্রশ্নটা শুনে অন্যমনস্ক হয়ে যান সিন্ধু। হয়তো মনে পড়ে যায় স্বপ্নভঙ্গের সেই রাত। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সচিন তেন্ডুলকরদের টুইট। প্রতিজ্ঞাবদ্ধ ভাবে বলে ফেলেন, ‘‘জানি না কে জিতবে। তবে আমি সেরাটা উজাড় করে দেব।’’ তার পরেই তাঁর পর্যবেক্ষণ, ‘‘খেলাটা এ বার আমার দেশে হচ্ছে। তাই বেশি সমর্থন আশা করছি। মারিনের ম্যাচেও দেখলাম ওর জন্য ভালই সমর্থন রয়েছে। তবে যে হেতু আমি ভারতীয়, আশা করব আমার জন্যই ফাইনালে বেশি সমর্থন থাকবে।’’

আরও পড়ুন: মায়ামি ওপেনের ফাইনালে ফের রাফার সামনে রজার

হালফিলের দ্বৈরথের মধ্যে দুবাইয়ে মারিনকে হারিয়েছিলেন সিন্ধু। তার পর ভারতে এসে ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগে জেতেন মারিন। দু’জনেই পর পর খেলে চলেছেন। শনিবারে খেলেই রবিবার ফাইনালে নামবেন। সিন্ধু যদিও মনে করছেন, ফাইনাল দেরিতে বলে বিশ্রাম পেয়ে যাবেন। সুপার সিরিজ জিতলে কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হবে, এমন কথাও বলে গেলেন ভারতের নতুন ব্যাডমিন্টন রানি।

আর একটা কথা বললেন। ‘‘এখানে পরিবেশ, পরিস্থিতি আলাদা। আশা করছি, আমার বেশি সুবিধে হবে।’’ রাজধানীতে যদি বিশ্বের প্রাক্তন এক নম্বর মারিনকে হারিয়ে কিছুটা শান্তি পাওয়া যায়। দিল্লি চলো!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PV Sindhu Carolina Marin Final Open Super Series
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE