Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ওকুহারাকে হারিয়ে সিন্ধুর সোনার প্রতিশোধ, উচ্ছ্বসিত বচ্চনরা

বিশ্ব চ্যাম্পিয়নকে ফাইনালে হারানো। তাও এমন একটা টুর্নামেন্টে যেখানে এর আগে কোনও ভারতীয় মেয়ে ব্যাডমিন্টন খেলোয়াড় চ্যাম্পিয়ন হতে পারেননি।

চ্যাম্পিয়ন: কোরিয়া সুপার সিরিজের পদক হাতে সিন্ধু। ছবি: এএফপি।

চ্যাম্পিয়ন: কোরিয়া সুপার সিরিজের পদক হাতে সিন্ধু। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৩:০৮
Share: Save:

মধুর বদলা বোধহয় একেই বলে!

বিশ্ব চ্যাম্পিয়নকে ফাইনালে হারানো। তাও এমন একটা টুর্নামেন্টে যেখানে এর আগে কোনও ভারতীয় মেয়ে ব্যাডমিন্টন খেলোয়াড় চ্যাম্পিয়ন হতে পারেননি।

রবিবার সেটাই করে দেখালেন পিভি সিন্ধু। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাঁর কাছে ঐতিহাসিক লড়াইয়ে হেরে গিয়েছিলেন। সেই নজোমি ওকুহারাকে তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারালেন হায়দরাবাদি তারকা। ফল সিন্ধুর পক্ষে ২২-২০, ১১-২১, ২১-১৮।

‘থ্রিলা ইন ম্যানিলা পার্ট টু।’ রবিবার পিভি সিন্ধু আর নজোমি ওকুহারার কোরিয়া সুপার সিরিজের ফাইনালকে এখন এটাই বলা হচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারের এক মাসের মধ্যেই কোরিয়া সুপার সিরিজে ওকুহারাকে ফাইনালে হারিয়ে পিভি সিন্ধুর প্রথম ভারতীয় হিসেবে কোরিয়া সুপার সিরিজ চ্যাম্পিয়ন হওয়াটা ও ভাবেই দেখছে হায়দরাবাদি তারকার ভক্তরা। যে তালিকায় বলিউড বাদশা থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, বিজেন্দ্র সিংহ— কে নেই!

ফাইনালে তিন গেমের লড়াইয়ে জাপানি প্রতিপক্ষকে হারানোর পরে সোশ্যাল মিডিয়া সিন্ধু-উচ্ছ্বাসে রীতিমতো ভাসছে। বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন সিন্ধুর সোনার পদক গলায় ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইয়ায়ায়ায়ায়াহ। করে দেখাল মেয়েটা। পিভি সিন্ধু কোরিয়া সুপার সিরিজ চ্যাম্পিয়ন। প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব দেখাল সিন্ধু। মধুর বদলা!’

কিংবদন্তি সচিন তেন্ডুলকর বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর যে ভাবে সিন্ধু কোরিয়ায় ঘুরে দাঁড়ালেন সেটা তুলে ধরে টুইট করেন, ‘তুমি চেষ্টা করেছ, ব্যর্থ হয়েছ, নিজের উপর বিশ্বাসটা রেখেছ, শেষ পর্যন্ত, তুমি একটা দেশের কাছে হয়ে উঠেছ অনুপ্রেরণা। অনবদ্য একটা জয় পেলে। অভিনন্দন পিভি সিন্ধু।’

হায়দরাদাদি কন্যাকে আবার ২২ বছরেই কিংবদন্তি বলেছেন বীরেন্দ্র সহবাগ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের টুইট, ‘২২ বছর বয়েসেই পিভি সিন্ধু কিংবদন্তি। অসাধারণ খেলোয়াড়। ফাইনালে এ রকম দুরন্ত জয়ের জন্য অভিনন্দন। এ রকম হাড্ডাহাড্ডি ব্যাডমিন্টন ভাবা যায় না।’

ভারতের নতুন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরও টুইটে অভিনন্দন জানান সিন্ধুকে, ‘কী দুরন্তই না খেলল পিভি সিন্ধু। অভিনন্দন কোরিয়া সুপার সিরিজ জেতার জন্য। ভারত তোমার জন্য গর্বিত। আশা করি এ ভাবেই জয় আসতে থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE