E-Paper

৪০ মিনিটেই পি ভি সিন্ধুর জয়, দাপট লক্ষ্যদের

গত বছরের অক্টোবরে হাঁটুতে চোট পাওয়ার পর থেকেই ছন্দপতন হয় দুবারের অলিম্পিক্সে পদকজয়ী সিন্ধুর। কিন্তু বুধবার তাঁকে ফের আগের মতো আগ্রাসী মেজাজেই দেখা যায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৫১
An image of PV Sindhu

ছন্দে: স্ট্রেট গেমে জিতলেন সিন্ধু। জয় দলেরও। —ফাইল চিত্র।

চোট-সমস্যা কাটিয়ে জয়ের সরণিতে ফিরলেন ভারতের এক নম্বর মহিলা তারকা পি ভি সিন্ধু। বুধবার ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে তাঁর নেতৃত্বেই মহিলা দল ৩-২ ফলে হারিয়ে দিয়েছে শক্তিশালী চিনকে। পিছিয়ে ছিল না পুরুষ দলও। লক্ষ্য সেনরা ৪-১ ফলে হংকং-কে হারিয়ে পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে।

গত বছরের অক্টোবরে হাঁটুতে চোট পাওয়ার পর থেকেই ছন্দপতন হয় দুবারের অলিম্পিক্সে পদকজয়ী সিন্ধুর। কিন্তু বুধবার তাঁকে ফের আগের মতো আগ্রাসী মেজাজেই দেখা যায়। মাত্র ৪০ মিনিটে উড়িয়ে দেন চিনের হান ইয়ু-কে। ম্যাচের ফল সিন্ধুর পক্ষে ২১-১৭, ২১-১৫। ম্যাচের পরে সিন্ধু প্রতিযোগিতার সরকারি ওয়েবসাইটে বলেছেন, ‘‘নিঃসন্দেহে এই জয়টা আমার কাছে বড় একটা প্রাপ্তি। নিজের খেলায় সন্তুষ্ট।’’ যোগ করেন, ‘‘প্রতিপক্ষ হিসেবে চিন বরাবর খুবই লড়াকু। তবে আমরাও পাল্লা দিয়ে লড়াই করেছি বলেই এই জয়টা পেলাম। আশা করি, পরের ম্যাচেও আরও ভাল খেলব। ভুল শুধরে নেওয়াই গুরুত্বপূর্ণ।’’

কিন্তু সিন্ধুর পরে দ্বিতীয় সিঙ্গলসে হতাশ করেন অস্মিতা চালিহা। তিনি ১৩-২১, ১৫-২১ ফলে হারান চিনের ওয়াং ঝি ইয়ি-কে। প্রথম ডাবলসেও হতাশ করেন তনিশা কাস্ত্রো ও অশ্বিনী পোনাপ্পা জুটি। তাঁরা হারেন ১৯-২১, ১৬-২১।

এই জায়গা থেকে ভারতকে পাল্টা লড়াইয়ে ফিরিয়ে আনে তৃষা জোলি ও গায়ত্রী গোপীচন্দ জুটি। তাঁরা এক ঘণ্টা ১৭ মিনিট লড়াই করে ১০-২১, ২১-১৮, ২১-১৭ হারিয়ে দেন লি জ়িং এবং সু মিন জুটিকে। এর পরেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। ভারতের মেয়েদের জয়ের দিনে নজর কেড়েছে ১৬ বছরের নতুন তারা অনমোল খরব। বিশ্ব ক্রমতালিকার ৪৭২ নম্বরে থাকা অনমোল দুর্দান্ত লড়াই করে হারিয়ে দিয়েছে চিনের উয়ো লুয়ো ইয়ু-কে। ১ ঘণ্টা ১৭ মিনিট লড়াই করে অনমোল ম্যাচ জেতে ২২-২০, ১৪-২১, ২১-১৮ ফলে।

হং কং-এর বিরুদ্ধে ছেলেদের দলগত ইভেন্টে ভারত শুরুতেই ধাক্কা খায় এইচএস প্রণয় হেরে বসায়। তিনি ১৮-২১, ১৪-২১ হারেন নং অ্যাঙ্গাসের কাছে। তবে প্রথম ডাবলসে সহজেই জয় ছিনিয়ে নিয়ে ভারতকে সমতায় ফেরায় সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। তাঁরা ম্যাচ জেতেন ২১-১৬, ২১-১১ ফলে। মাত্র ৩০ মিনিটে ম্যাচ শেষ করে দেয় বিশ্বের এক নম্বর ডাবলস জুটি।

দ্বিতীয় সিঙ্গলসে সহজেই জেতেন লক্ষ্য সেন। তিনি ২১-১৪, ২১-৯ হারিয়েছেন চ্যান ইয়াং চাক-কে। জিতেছেন কিদম্বী শ্রীকান্তও। তিনি ২১-১৪, ২১-১৮ ফলে হারিয়েছেন জেসন গুনাওয়ানকে। দ্বিতীয় ডাবলসে ভারতের জয় নিশ্চিত করে দেয় এমআর অর্জুন ও ধ্রুব কপিলা জুটি।

পরের ম্যাচে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ চিন। তা নিয়ে লক্ষ্য বলেছেন, ‘‘নিজেদের খুব কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে হবে। নিজের খেলা নিয়ে বলতে পারি, আরও একটু ক্ষিপ্রতার প্রয়োজন রয়েছে। একটি করে ম্যাচ ধরে এগোতে চাই। বাড়তি কোনও চাপ নিজের উপরে তৈরি করতে দিতে চাই না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

PV Sindhu badminton India badminton players Badminton Asia Championship India China

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy