Advertisement
E-Paper

পিবিএল নিয়ে আশায় সিন্ধু

দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়দের কাছে পিবিএল যে বিদেশিদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়াইয়ের মঞ্চ, তা স্বীকার করে নিয়ে সিন্ধু বলছেন, ‘‘এই লিগ থেকে দেশের অনেক ব্যাডমিন্টন প্রতিভা উঠে আসে।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ০৪:১৬
অভিনব: চেন্নাই স্ম্যাশার্সের মালিকের সঙ্গে পি ভি সিন্ধুর নাচ। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে টিম জার্সি উন্মোচনে। বৃহস্পতিবার চেন্নাইয়ে। ছবি: পিটিআই

অভিনব: চেন্নাই স্ম্যাশার্সের মালিকের সঙ্গে পি ভি সিন্ধুর নাচ। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে টিম জার্সি উন্মোচনে। বৃহস্পতিবার চেন্নাইয়ে। ছবি: পিটিআই

এ বারের প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টনের (পিবিএল) একটা পর্ব চেন্নাইয়ে হবে শুনে খুশি পি ভি সিন্ধু। কারণ, তিনি যে ফ্র্যাঞ্চাইজির হয়ে কোর্টে নামছেন, তার নাম চেন্নাই স্ম্যাশার্স। যারা আবার গত বারের চ্যাম্পিয়নও। তাই চেন্নাইয়ের সমর্থকদের সামনে খেলতে পারলে ভালই লাগবে বলে জানালেন সিন্ধু। শনিবার গুয়াহাটিতে শুরু হচ্ছে এ বারের পিবিএল। তার আগে চেন্নাইয়ে এই লিগের প্রচারে এসে দেশের এক নম্বর ব্যাডমিন্টন তারকা বলেন, ‘‘চেন্নাইয়ের দর্শকদের সামনে খেলাটা বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে। ঘরের মাঠে খেলতে কার না ভাল লাগে?’’ চেন্নাইয়ে পিবিএলের আসর বসবে ৫ থেকে ৯ জানুয়ারি। এখন সেই পর্বের দিকেই তাকিয়ে আছেন হায়দরাবাদি তারকা।

দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়দের কাছে পিবিএল যে বিদেশিদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়াইয়ের মঞ্চ, তা স্বীকার করে নিয়ে সিন্ধু বলছেন, ‘‘এই লিগ থেকে দেশের অনেক ব্যাডমিন্টন প্রতিভা উঠে আসে।’’ আর নিজেদের দল নিয়ে তিনি বলেন, ‘‘আমাদের মিক্সড ডাবলস জুটি (ক্রিস ও গ্যাব্রিয়েল অ্যাডকক) তো বিশ্বমানের। আমরা আমাদের সেরাটা দেওয়ারই চেষ্টা করব।’’

এ বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও দুবাই সুপার সিরিজের ফাইনালে হেরে যাওয়ায় হতাশ নন সিন্ধু। বরং এই হারগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে তা কাজে লাগাতে চান তিনি। বলেন, ‘‘এই বছরটা তো বেশ ভালই গিয়েছে আমার। হার-জিত নিয়েই তো চলতে হয়। আমি জানি কোথায় কোথায় ভুল হয়েছে আমার। সেগুলো শুধরে নেব।’’

অন্য টুর্নামেন্টগুলোর জন্য যে ভাবে প্রস্তুতি নেন, অলিম্পিক্সের প্রস্তুতি তার চেয়ে আলাদা হয় কি না, জানতে চাইলে সিন্ধু বলেন, ‘‘এটা নির্ভর করে, কে কী ভাবে কোন টুর্নামেন্টকে নেয়, আর কে কোথায় কেমন খেলে, তার ওপর। আমার ক্ষেত্রে যা হবে, অন্যদের ক্ষেত্রে তা না-ও হতে পারে।’’ এ বারের পিবিএলে সিন্ধুই সবচেয়ে জনপ্রিয় তারকা। এ বছর তিনটি আন্তর্জাতিক খেতাব জিতেছেন তিনি। তিনটি ফাইনালে উঠেছেন। কোরিয়া ও গ্লাসগোয় ইতিহাস রচনা করেছেন। গ্লাসগো ও দুবাইয়ে স্মরণীয় ফাইনাল খেলেছেন। তাঁর এই সাফল্য এ বছর পিছনে ফেলে দিয়েছে সাইনা নেহওয়ালকেও। তাই এ বার পিবিএলে তারকাদের দৌড়ে এগিয়ে রয়েছেন সিন্ধুই।

চেন্নাই এ বার সিন্ধুকে দলে রেখে দিয়েছে, যার জন্য তাদের প্রায় ৪৯ লক্ষ টাকা খরচ করতে হয়েছে। গতবার তাঁকে ৩৯ লক্ষ টাকা দিয়ে নিয়েছিল চেন্নাই। যেমন এ বার অওয়াধে ওয়ারিয়র্স সাইনাকে রেখে দিয়েছে সওয়া ৪১ লক্ষ টাকা দিয়ে। পিবিএলের নিয়ম অনুযায়ী কোনও তারকা খেলোয়াড়কে ধরে রাখতে গেলে তাঁর জন্য গতবারের চেয়ে ২৫ শতাংশ বেশি ব্যয় করতে হয়। সেই নিয়ম অনুযায়ীই তাই এ বার হায়দরাবাদি তারকার জন্য প্রায় দশ লক্ষ টাকা বেশি ব্যয় করতে হয় চেন্নাই ফ্র্যাঞ্চাইজিকে। সাইনার জন্য তাঁর দলকে ব্যয় করতে হয় আট লক্ষ টাকারও বেশি।

চেন্নাইয়ের দলের মালিক তামিল চিত্রতারকা ও রাজনীতিবিদ বিজয়কান্তের ছেলে বিজয় প্রভাকরণ এ দিন তাঁদের শহরে পিবিএলের আসর বসা নিয়ে বলেন, ‘‘নিজেদের শহরে ম্যাচ হওয়ায় আশা করি গ্যালারিতে আমাদের জন্য গলা ফাটাতে প্রচুর মানুষ আসবেন। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য গত দু’বছর ধরে আমরা এখানে ম্যাচ আয়োজন করতে পারিনি। এ বার আর কোনও অসুবিধা নেই।’’

সাইনা, সিন্ধু ছাড়াও এ বার পিবিএলে খেলবেন বিশ্বের এক নম্বর তাই জু ইং (অমদাবাদ), ক্যারোলিনা মারিন (হায়দরাবাদ), ভিক্টর অ্যাক্সেলসেন (বেঙ্গালুরু), অলিম্পিক্সে রুপোজয়ী ক্রিস্টিনা পেডারসেন (অওয়াধে), কিদাম্বি শ্রীকান্ত (অওয়াধে), সাই প্রণীত (হায়দরাবাদ), পারুপল্লি কাশ্যপ (অওয়াধে), এইচ এস প্রণয় (হয়দরাবাদ), অশ্বিনি পোন্নাপ্পারা (দিল্লি)।

PV Sindhu Badminton PBL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy