চলতি মরসুমে এখনও ছন্দ খুঁজে বেড়াচ্ছেন পি ভি সিন্ধু। এর মধ্যেই চিন ওপেনে প্রথম রাউন্ডে দারুণ জয় পেলেন তিনি। বিশ্বের ছয় নম্বর জাপানের টোমোকা মিয়াজ়াকির বিরুদ্ধে ২১-১৫, ৮-২১, ২১-১৭ ফলে জিতে তিনি জানিয়ে দিলেন, এই জয় তাঁর আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে।
প্রথম গেমে জেতার পরে দ্বিতীয় গেমে একতরফা হারেন সিন্ধু। সেখান থেকে তৃতীয় গেমে খুঁজে পাওয়া যায় পুরনো সিন্ধুকে। প্রতিপক্ষকে বারবার পিছিয়ে দিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে পৌঁছন অলিম্পিক্সে দু’বারের পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা। ম্যাচের পরে তিনি বলেছেন, “অনেক দিনের অপেক্ষার পরে এই জয় এল। তৃতীয় সেটে প্রথম থেকেই এগিয়ে যাওয়ার লক্ষ্য ছিল। কারণ দ্বিতীয় গেমে আমি খেলাটাকে একেবারেই নিয়ন্ত্রণ করতে পারিনি।” তাঁর সংযোজন, “প্রতিপক্ষ তরুণী দারুণ খেলেছে। কখনও অনেক কাছে এসেও নানা ভুলে ম্যাচ হারতে হচ্ছে। এই ম্যাচে জয় পেয়ে আমার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে। এই ধারা বজায় রাখতে হবে।”
কষ্ট করে জয় এলেও নিজের খেলায় সন্তুষ্ট সিন্ধু। তিনি বলেছেন, “প্রথম থেকেই আমি ইতিবাচক ছিলাম। কোর্টে যাতে শাট্ল থাকে, তার জন্য প্রথম থেকেই সচেষ্ট ছিলাম। আগে যা ভুলভ্রান্তি ঘটিয়েছি, সেই ভুল অনেকটা কম হয়েছে। তাই নিজের খেলায় আমি সন্তুষ্ট।”
ছেলেদের ডাবলসে বিশ্বের ১২ নম্বর সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটিও দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। তাঁরা ২১-১৩, ২১-৯ হারিয়েছে জাপানের কেনিয়া মিতসুহাসি এবং বিরোকি ওকামুরাকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)