সিডনি টেস্টে গ্যালারি থেকে ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য নিয়ে এ বার ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও। তাঁর অভিমত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মাঠে প্রায়ই এ রকম আচরণ ক্রিকেটারদের করা হয়। এই ঘটনা বন্ধ করা উচিত।
গত শনি ও রবিবার সিডনি টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে ভারতের দুই ক্রিকেটার যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে গ্যালারি থেকে দর্শকেরা বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন। ভারতীয় দলের তরফে আম্পায়ারের কাছে অভিযোগ জানানোর পরে ছয় দর্শককে স্টেডিয়াম থেকে বার করে দেওয়া হয়।
ক্রিকেট সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার গম্ভীর বলেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কেবল ক্রিকেট নয়, বিশ্বের কোনও খেলার মাঠেই এই ধরনের ঘটনা কাম্য নয়। এই ঘৃণ্য আচরণ বন্ধ করার জন্য কড়া আইন দরকার।’’ যোগ করেন, ‘‘যে ক্রিকেটারের সঙ্গে এই ধরনের আচরণ করা হয়, সে অনুভব করে অপমানের জ্বালা। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মাঠে বক্সিং ডে টেস্ট খেলতে নেমে এ রকম অপমান সইতে হয়েছে অনেক ক্রিকেটারকেই।’’