কয়েক দিন আগেই বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিলেন তিনি। কিন্তু এক নম্বরের মতো এটিপি ট্যুর শেষ করতে পারলেন না রাফায়েল নাদাল। সিনসিনাটি ওপেনে অস্ট্রেলিয়ার নিক কিরগিয়সের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন কোয়ার্টার ফাইনাল থেকে।
শুক্রবার শেষ চারের লক্ষ্যে কিরগিয়সের মুখোমুখি হয়েছিলেন নাদাল। কিন্তু ম্যাচের শুরু থেকেই নিজের ফর্মের ধারে কাছে ছিলেন না তিনি। এ দিন রাফার বিপক্ষে খেলার ফল ছিল ৬-২ এবং ৭-৫। নিকের কাছে কার্যত দাঁড়াতেই পারলেন না বাঁহাতি স্পেনীয় তারকা।
আরও পড়ুন: ভারতেও আসছেন না স্টার্ক
আরও পড়ুন: ক্লার্কের সতর্কবার্তা
ম্যাচ শেষে নাদাল বলেন, “নিজের খেলায় আমি হতাশ। এই ধরনের পারফরম্যান্সের পর কিছু বলার থাকে না। আশা করি পরের টুর্নামেন্টে ঘুরে দাঁড়াব।”
এ দিন নাদাল বনাম কিরগিয়স ম্যাচের একটি ভিডিও টুইটারে পোস্ট করে এটিপি টেনিস টিভি। ভিডিও দেখেই স্পষ্ট কতটা অফ ফর্মে ছিলেন নাদাল।
10 minutes gone. The Australian with the double break already.@NickKyrgios is in charge in the opening set against Nadal.#CincyTennis pic.twitter.com/Ve22s8IIMX
— Tennis TV (@TennisTV) August 19, 2017
এ দিন নাদাল বনাম কিরগিয়স ম্যাচের একটি ভিডিও টুইটারে পোস্ট করে এটিপি টেনিস টিভি। ভিডিও দেখেই স্পষ্ট কতটা অফ ফর্মে ছিলেন নাদাল।