Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus

নাম না করে রাফা বিঁধলেন নোভাককে

নাম না করে জ়োকোভিচকে বিঁধলেন রাফায়েল নাদালও।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ০৬:৪২
Share: Save:

অস্ট্রেলীয় ওপেনের জন্য মেলবোর্নে পৌঁছনো খেলোয়াড়দের কঠোর নিভৃতবাস পর্ব নিয়ে মুখ খোলায় সমালোচনার মুখে পড়েছিলেন নোভাক জ়োকোভিচ। নিভৃতবাস পর্বে যে খেলোয়াড়রা দু’সপ্তাহ হোটেলের ঘর ছেড়ে বেরোতে পারবেন না, তাঁদের জন্য আয়োজকদের একগুচ্ছ পরামর্শ দিয়েছিলেন সার্বিয়ার তারকা। যা ভাল ভাবে নেননি অস্ট্রেলীয়রা। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রবল সমালোচনা হয়। এ বার নাম না করে জ়োকোভিচকে বিঁধলেন রাফায়েল নাদালও।

একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাডিলেড থেকে নাদাল বলেছেন, ‘‘আমরা সবাই পরস্পরকে সাহায্য করার চেষ্টা করি। অনেকে যা সাহায্য করছে সেটা জনসমক্ষে আনে, অন্যরা চুপচাপ সেটা করে। বিজ্ঞাপনের মতো প্রকাশ করতে যায় না।’’ বেশির ভাগ খেলোয়াড়রাই মেলবোর্নে ১৪ দিনের নিভৃতবাসে আছেন। তবে নাদাল, জ়োকোভিচ, সেরিনা উইলিয়ামস এবং নেয়োমি ওসাকার মতো তারকারা অ্যাডিলেডে নিভৃতবাস পর্ব কাটাচ্ছেন। তাঁদের শুক্রবার প্রদর্শনী ম্যাচ খেলতে হবে সেখানে। এর সমালোচনাও কম হচ্ছে না। নাদাল এ নিয়ে বলছেন, ‘‘এটা ঠিক বেশির ভাগ খেলোয়াড় যেখানে আছে অর্থাৎ মেলবোর্নে, সেখানকার থেকে অ্যাডিলেডে সুযোগ-সুবিধা অনেক বেশি। তবে মেলবোর্নে অনেক খেলোয়াড়েরই হোটেলের ঘর বেশ বড়। সেখানে তারা শারীরচর্চা করতে পারে। অনেকের আবার ঘর ছোট। তাঁরা কোচ, ফিজিয়োর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। সবাই সম্মানীয়।’’

নিভৃতবাস পর্বের নিয়ম শিথিল করার পরামর্শ নিয়ে জ়োকোভিচের সমালোচনা করেছিলেন অস্ট্রেলীয় খেলোয়াড় নিক কিরিয়সও। তিনি আবার এ দিন মার্কিন সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘জ়োকোভিচ আমাদের টেনিস খেলোয়াড়দের অন্যতম নেতা। আমাদের সামনে উদাহরণ তৈরি করার দিক থেকে জ়োকোভিচ বলতে গেলে বাস্কেটবলের লেব্রন জেমসের মতো। কিন্তু এই অতিমারির সময়ে যেটা ও করেছে, সেটা ঠিক করেনি। সবাই ভুল করে। আমাদের সেটা শুধরে দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE