ক’দিন আগেই ছিল সমালোচনার সুর। কিন্তু এ বার রাফায়েল নাদাল আশা করছেন, নোভাক জোকোভিচকে অস্ট্রেলীয় ওপেনে খেলতে দেখবেন। মেলবোর্নের আদালতে নোভাক আইনি যুদ্ধ জেতার দিনে নাদাল বলছেন, জোকোভিচকে খেলতে দেওয়াই উচিত হবে।
আদালতের রায়ের পরে মেলবোর্নের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে মুক্তি দেওয়া হয় সার্বিয়ার টেনিস তারকাকে। তাঁর অস্ট্রেলিয়ায় থাকতে কোনও সমস্যা নেই কারণ আদালত জানিয়ে দিয়েছে, জোকোভিচের ভিসা মঞ্জুর করতে হবে। নাদাল বলছেন, ‘‘জোকোভিচের সব সিদ্ধান্তের সঙ্গে আমি একমত কি না, সেটা অন্য ব্যাপার। কিন্তু বিচারব্যবস্থা রায় দিয়েছে। বিচারপতি জানিয়েছেন, ওর অস্ট্রেলীয় ওপেনে খেলার অধিকার রয়েছে।সেই রায়কে সম্মান করা উচিত। নোভাকে শুভেচ্ছা জানাচ্ছি,’’ একটি স্প্যানিশ রেডিয়োকে বলেছেন নাদাল।
এর আগে নাদাল প্রশ্ন তুলেছিলেন জোকোভিচের প্রতিষেধক নিতে না চাওয়ার সিদ্ধান্ত নিয়ে। বলেছিলেন, ‘‘কোভিডের এমন কঠিন পরিস্থিতিতে আমি ডাক্তারি মতে চলার পক্ষপাতী। সেই কারণে প্রতিষেধক নিয়েছি। সারা পৃথিবীতে প্রচুর মানুষ কোভিডের কারণে ভুগছেন, যন্ত্রণা পাচ্ছেন। কথা না শোনার সময় এটা নয়।’’