Advertisement
E-Paper

বোলারদের লড়াইয়ের দাম দিতে না-পেরে হতাশ রাহানে

সিরিজ হারের জন্য অবশ্য ভারতীয় ব্যাটসম্যানদেরই কাঠগড়ায় তুলেছেন সমালোচকরা। রাহানেও স্বীকার করে নিচ্ছেন ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা। তিনি বলেন, ‘‘বোলারদের জন্য আমাদের খারাপ লাগছে। ওরা দারুণ ভাবে আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। কিন্তু আমাদের ব্যাটিং বিভাগ ওদের পাশে থাকতে পারল না। যদিও আমাদের অভিজ্ঞতা কম ছিল না।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫১
আত্মবিশ্বাসী: ধৈর্য ধরে এগোতে চান রাহানে। বৃহস্পতিবার। এপি

আত্মবিশ্বাসী: ধৈর্য ধরে এগোতে চান রাহানে। বৃহস্পতিবার। এপি

বোলারদের লড়াইয়ের দামটা তাঁরা দিতে পারেননি। যে কারণে ওভালে শেষ টেস্ট খেলতে নামার আগেই সিরিজ হেরে বসে আছে ভারত।

আজ, শুক্রবার থেকে ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট শুরু হচ্ছে ওভালে। তার আগে সাংবাদিক বৈঠকে এসে অজিঙ্ক রাহানে বলে গেলেন, ‘‘ইংল্যান্ডে সাফল্য পেতে গেলে ধৈর্য দরকার। তা সেটা বোলিংয়েই হোক কী ব্যাটিংয়ে। বোলিংয়ের সময় বোলারদের এক জায়গায় দীর্ঘক্ষণ ধরে বল ফেলে যেতে হয়। তা হলেই সাফল্য আসে। ঠিক সে ভাবেই ব্যাটসম্যানদেরও মনে হয়, অনেক সময় ধরে বল ছাড়া উচিত ছিল।’’

সিরিজ হারের জন্য অবশ্য ভারতীয় ব্যাটসম্যানদেরই কাঠগড়ায় তুলেছেন সমালোচকরা। রাহানেও স্বীকার করে নিচ্ছেন ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা। তিনি বলেন, ‘‘বোলারদের জন্য আমাদের খারাপ লাগছে। ওরা দারুণ ভাবে আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। কিন্তু আমাদের ব্যাটিং বিভাগ ওদের পাশে থাকতে পারল না। যদিও আমাদের অভিজ্ঞতা কম ছিল না।’’

শেষ টেস্টে মইন আলির স্পিনের সামনে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। সাউদাম্পটনে প্রথম ইনিংসে পাঁচ আর দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন মইন। এই অফস্পিনার এতটাই নিখুঁত লাইন-লেংথে বল করছিলেন যে, ব্যাটসম্যানরা শট খেলারও বিশেষ জায়গা পাননি। হয়তো মইনের স্পিনকে নির্বিষ করতেই দিন দু’য়েক হল নেটে ভারতীয় ব্যাটসম্যানদের সুইপ খেলতে দেখা যাচ্ছে। নিজের ব্যাটিং নিয়ে রাহানে বলেছেন, ‘‘আমি এই সিরিজে সে রকম রান পাইনি। কিন্তু শেষ দুটো টেস্টে ৫০ আর ৮০ রানের মতো করেছিলাম। আমার টাইমিং ভালই হচ্ছে। ব্যাটিংয়ের আসল কথাটাই হল আত্মবিশ্বাস। শেষ টেস্টে অন্তত দলের জন্য আরও বেশি কিছু করতে চাই।’’

টেস্ট র‌্যাঙ্কিং‌য়ে ভারত বিশ্বের এক নম্বর। সিরিজ হারলেও যে ওভাল টেস্টটা জিতেই ইংল্যান্ড ছাড়তে চায় এক নম্বর দল, তা পরিষ্কার রাহানের কথায়। ভারতীয় দলের সহ-অধিনায়ক বলেছেন, ‘‘ওভাল টেস্ট আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। সিরিজ এখন ১-৩ অবস্থায় রয়েছে। আমরা সেরাটা দিতেই মাঠে নামব। শেষ টেস্ট জিতেই আমরা ইংল্যান্ড ছাড়তে চাই। স্কোরলাইন ৩-২ করে দেশে ফিরতে পারলে আমাদের খুব ভাল লাগবে।’’

রাহানে মনে করেন, তাঁরা লড়াই করলেও ইংল্যান্ড গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাল খেলেছে। যেখানেই ফারাকটা হয়ে গিয়েছে। ‘‘সব দলই এখন নিজেদের দেশে খুব ভাল ক্রিকেট খেলছে। ইংল্যান্ডও আমাদের চেয়ে ভাল খেলেছে। বিশেষ করে ওদের বোলাররা। এই সিরিজে দু’দলের ব্যাটসম্যানরাই সমস্যায় পড়েছে। এই পরিবেশে একমাত্র বিরাট কোহালিই দারুণ ব্যাট করেছে।’’ ইংল্যান্ড নিয়ে রাহানের আরও মন্তব্য, ‘‘ইংল্যান্ড যথেষ্ট অভিজ্ঞ দল। ওদের দলে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডের মতো অভিজ্ঞ পেসার আছে। মইনও শেষ টেস্টে খুব ভাল বল করল।’’

ওভাল টেস্টে ভারতীয় দলে দুটো পরিবর্তন হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। আর অশ্বিনের জায়গায় রবীন্দ্র জাডেজা এবং মিডল অর্ডারে হনুমা বিহারী। তবে রাহানে এই নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। অশ্বিন নিয়ে তাঁর মন্তব্য, ‘‘অশ্বিন ফিট কি না, সেটা ভাল বলতে পারবে আমার ফিজিয়ো। তবে সাউদাম্পটনে তো অশ্বিন খেলেছিল। বল করেছে, ফিল্ডিং করেছে। তাই আমার মনে হয় না ফিটনেস নিয়ে কোনও সমস্যা আছে বলে।’’

ইংল্যান্ড দল তাদের প্রথম একাদশ জানিয়ে দিয়েছে। আগের টেস্টের দলই খেলাচ্ছে তারা। কিন্তু ভারত এখনও চূড়ান্ত একাদশ ঠিক করেনি। রাহানে বলছেন, ‘‘আমাদের দল এখনও চূড়ান্ত হয়নি। হনুমার কথা যদি বলেন, তা হলে বলব, ঘরোয়া ক্রিকেটে ও খুব ভাল খেলছে। এখন দেখতে হবে, অধিনায়ক এবং কোচ চূড়ান্ত একাদশ নিয়ে কী সিদ্ধান্ত নেয়।’’

ওভাল আবার অ্যালেস্টেয়ার কুকের শেষ টেস্ট। যা নিয়ে রাহানে বলেছেন, ‘‘কুক ভারতের বিরুদ্ধে ভারতের মাঠে প্রথম টেস্ট খেলেছিল। ইংল্যান্ডের হয়ে দারুণ অবদান রেখে যাচ্ছে ও।’’

Cricket Test India England Ajinkya Rahane Unhappy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy