Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বৃষ্টিতে খেলা শুরু দেরিতে, বাংলার বোনাস জয়ের আশা কমছে

বৃষ্টির জন্য ধাক্কা খেয়ে গেল বাংলার সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে রঞ্জি ট্রফির নক আউট পর্বে যাওয়ার স্বপ্ন। আগের রাতে বৃষ্টির জন্য শুক্রবার লাঞ্চ পর্যন্ত খেলাই শুরু হতে পারল না গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে।

তৃতীয় দিনের শেষে মাঠ ছাড়ছে বাংলা দল। ছবি: উজ্জ্বল দেব।

তৃতীয় দিনের শেষে মাঠ ছাড়ছে বাংলা দল। ছবি: উজ্জ্বল দেব।

রাজীব ঘোষ
গুয়াহাটি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৫ ১২:৪৭
Share: Save:

বৃষ্টির জন্য ধাক্কা খেয়ে গেল বাংলার সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে রঞ্জি ট্রফির নক আউট পর্বে যাওয়ার স্বপ্ন। আগের রাতে বৃষ্টির জন্য শুক্রবার লাঞ্চ পর্যন্ত খেলাই শুরু হতে পারল না গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। আগের রাতে ঘন্টাখানেকের বৃষ্টিতে উইকেট এতটাই স্যাঁতসেঁতে হয়ে পড়েছে যে আম্পায়াররা সকালে খেলাই শুরু করতে পারলেন না। আম্পায়াররা দেখেন আউটফিল্ড ঠিক থাকলেও বাইশ গজের যা অবস্থা, তাতে খেলা সকালে শুরু করা যাবে না। সকাল থেকে এখানে রোদও ওঠেনি। সকাল সাড়ে দশটা নাগাদ আকাশে প্রথম সূর্যের দেখা পাওয়া গেলেও তা বেশ অনিয়মিত। আগুন জ্বালিয়ে পিচ শুকনোর কাজ চলছে।

বাংলার ক্রিকেটাররাও এই পরিস্থিতিতে হতাশ। যদিও তিন পয়েন্ট সুরক্ষিত করে নক আউটে যাওয়া নিশ্চিত করে ফেলেছে তারা। কিন্তু এই ম্যাচে ইনিংসে জিতে বোনাসসহ কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে অপেক্ষাকৃত সহজ দলের বিরুদ্ধে খেলতে হত হয়তো তাদের। হতাশা কাটাতে অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝাসহ কয়েকজন ক্রিকেটারকে মাঠে নেমে ফুটবল খেলতে দেখা গেল। কিন্তু খেলা শেষে এই হতাশা কাটাতে পারেন কি না তাঁরা সেটাই দেখার। কারণ, আম্পায়াররা বলছেন, লাঞ্চের আগে খেলা শুরু করার সম্ভাবনা কম। সেক্ষেত্রে মাত্র দুটো সেশনে অসমের আটটা উইকেট ফেলা সহজ হবে কি না, সেটাই প্রশ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ranji cricket rajib ghosh bengal assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE