দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে দারুণভাবে ফিরে আসার পরে রায়নার সামনে খুলে যেতে পারে ওয়ান ডে-র দরজা। প্রায় দু’বছর পর দেশের জার্সিতে ফিরলেন রায়না। প্রথম দুটো টি২০তে তেমনভাবে নিজের সেরাটা দিতে না পারলেও শেষ এবং কার্যত ফাইনালে রূপ নেওয়া ম্যাচে তাঁর দুরন্ত ব্যাটিংয়ে ভর করেই ভারত ১৭২ রানের ইনিংস খেলতে পেরেছিল। রায়নার ব্যাট থেকে এসেছিল ২৭ বলে ৪৩ রান। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনিই।
ম্যাচ শেষে রায়না বলেন, ‘‘এই মুহূর্তটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা শ্রীলঙ্কায় যাব আর আইপিএল খেলব। সামনে অনেক ম্যাচ রয়েছে।আমি অতীতে বিশ্বকাপ দলের সদস্য ছিলাম এবং ২০১১তে বিশ্বকাপ জিতেছি। এটাই ছিল আমার প্রথম বিশ্বকাপ। তাতেই ট্রফি জয়। ওটাও খুব ভাল অনুভূতি ছিল।’’
কিন্তু ওডিআই দলে ফেরার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী রায়না সেটা পরিষ্কার হয়ে গেল তাঁর কথায়। বলেন, ‘‘আমি পাঁচ নম্বরে ভাল খেলেছি। আর কয়েকটা ম্যাচের প্রশ্ন মাত্র। আমি দ্রুত ফিরব। গত দু’বছর আমি খুব খেটেছি। দিনের বেশিরভাগ সময় জিম অথবা মাঠে কাটত। শুধু ভাবতাম আবার কবে ভারতের হয়ে খেলব। আর তার জন্য নিজের গেম, ফিটনেস আর মানসিক শক্তির উপর কাজ করেছিল।’’
আরও পড়ুন
আইসিসি-এর অনুরোধকে নাকচ করে দিল বিসিসিআই
এই সিরিজে তিন নম্বরে ব্যাট করেছেন রায়না। তাঁকে জায়গা দিতে বিরাট কোহালি নিজে নেমে গিয়েছেন চার নম্বরে। তাতে আপ্লুত রায়না। তিনি বলেন, ‘‘তিন নম্বরে ব্যাট করে বিরাট দারুণ করেছে। কিন্তু ও আমাকে সেই জায়গা ছেড়ে দিয়েছে। ও আমার উপর বিশ্বাস রেখেছে। এই ম্যাচে আমি শিখর ধবনের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি।’’