Advertisement
০১ মে ২০২৪
IPl

প্রথম বার আইপিএল হবে এই ভেন্যুতে, রয়্যালস পেল সবুজ সঙ্কেত

আইপিএল-এর আগেই অবশ্য গুয়াহাটিতে বসছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ। ৫ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে গুয়াহাটিতে।

নতুন ভেন্যুতে আইপিএল-এর ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। —ফাইল চিত্র।

নতুন ভেন্যুতে আইপিএল-এর ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ১৭:৪৬
Share: Save:

রাজস্থান রয়্যালসের জার্সি পরে গতবারের আইপিএল-এ নজর কেড়েছিলেন রিয়ান পরাগ। অসমের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ খেলেন রিয়ান।

এ বার তাঁর রাজ্যেই আইপিএল-এর ম্যাচ হবে। দেশের বিভিন্ন প্রান্তে আইপিএল হলেও অসমে এই টুর্নামেন্টের একটি ম্যাচও হয়নি। এই রাজ্যের ক্রিকেটপ্রেমীরা যাতে ঘরের ছেলের খেলা দেখতে পারেন, সেই কারণেই রাজস্থান রয়্যালস গুয়াহাটিতে তাদের হোম ম্যাচ ফেলার আবেদন জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে। রাজস্থান রয়্যালসের সেই আবেদন মেনেও নেওয়া হয়। অর্থাৎ আগামী বছর ঘরের ছেলের খেলা দেখবেন অসমের মানুষ।

গুয়াহাটিতে আইপিএল-এর ক’টি ম্যাচ খেলবে রাজস্থান? তিনটি ম্যাচ খেলার জন্য আগেই বোর্ডের কাছে আবেদন করেছিল রয়্যালস। আইপিএল-এর গভর্নিং কাউন্সিল জানিয়ে দেয়, তিনটির পরিবর্তে দু’টি ম্যাচ হবে গুয়াহাটিতে।

আরও পড়ুন: প্রথম ম্যাচ জেতার পর আজও জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ

আইপিএল-এর আগেই অবশ্য গুয়াহাটিতে বসছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ। ৫ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। সেই ম্যাচের পরে আইপিএল-এর ম্যাচ নিয়ে চিন্তাভাবনা করবে অসম ক্রিকেট সংস্থা। রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ হিসেবে সাজিয়ে তোলা হবে বর্ষাপাড়া স্টেডিয়াম।

আরও পড়ুন: বসবেন খলিল, খেলবেন শার্দুল? দেখে নিন আজ সমতা ফেরানোর লড়াইয়ে ভারতের সম্ভাব্য একাদশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket IPL IPL 2020 Rajasthan Royals Assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE