বাংলার প্রধান নির্বাচকের দৌড়ে আচমকাই ভেসে উঠল বাংলার প্রাক্তন অধিনায়ক রাজু মুখোপাধ্যায়ের নাম। পরিস্থিতি যা, তাতে বুধবার সিএবির ওয়ার্কিং কমিটির বৈঠকে রাজুর নাম নির্বাচক প্রধান হিসেবে ঘোষণা করে দেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
বাংলার আগামী নির্বাচন কমিটি নিয়ে নাটক বহু দিন ধরেই চলছে সিএবিতে। প্রথমে শোনা গিয়েছিল, নির্বাচক প্রধান হিসেবে সম্বরণ বন্দ্যোপাধ্যায় মোটামুটি নিশ্চিত। বাকি নির্বাচক কারা হচ্ছেন, তা নিয়েও বিস্তর জলঘোলা চলেছে। বর্তমান অবস্থা যা, তাতে নির্বাচক প্রধানের যুদ্ধটা রাজু আর সম্বরণের মধ্যে। সিএবি যুগ্ম-সচিব সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম দিকে রাজুকে চাইলেও ব্যাপারটা তখন আর এগোয়নি। কিন্তু এখন আবার তাঁর নাম ভেসে উঠেছে। শোনা যাচ্ছে, সৌরভ তাঁকে চাইছেন।
যা খবর, তাতে রাজুকে নির্বাচন কমিটির চেয়ারম্যান যদি শেষ পর্যন্ত করে দেওয়া হয়, তা হলেও সম্বরণকে রেখে দেওয়া হতে পারে। সিএবির একটা অংশের মতে, দু’জনেই অভিজ্ঞ। দু’জনেরই বাংলার ক্রিকেটের প্রতি যথেষ্ট অবদান আছে। তাই দু’জনকে রেখে দিলে ভাল বই খারাপ হবে না। আর টার্ম শেষ হয়ে যাওয়া সতীন্দর সিংহের ফাঁকা জায়গা নিয়েও তখন আর ভাবতে হবে না। সম্বরণ সেখানে আপনাআপনিই চলে আসবেন। বাকি দুই নির্বাচক নিয়ে আপাতত কোনও জট নেই। ইন্দুভূষণ রায় এবং অলোক ভট্টাচার্য, দু’জনেই থাকছেন বলে খবর।
স্থানীয় ক্রিকেটমহলে কারও কারও অবশ্য মনে হচ্ছে, রাজু চেয়ারম্যান হলে সম্বরণ সাধারণ সদস্য হিসেবে থাকতে রাজি হবেন? তাঁকে রাজি করাতে তখন না আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দরকার পড়ে।