ভারতীয় ক্রীড়া মন্ত্রক শেষ পর্যন্ত এল একজন ক্রীড়াবিদের হাতেই। ভারতের সব স্পোর্টস ফেডারেশনের দায়িত্বে এমন সব মানুষ বসে রয়েছেন যাঁদের কোনও খেলার ইতিহাস নেই। যা নিয়ে ঘুরে ফিরে অনেক প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রীড়ায়। কুস্তিগীর সতীশ কুমারকে ন্যায় বিচার দিতে গিয়ে রবিবারই সেই প্রশ্ন তুলেছে আদালত। আর সেই দিনই ভারতীয় ক্রীড়ার দায়িত্ব তুলে দেওয়া হল শুটার রাজ্য বর্ধন সিংহ রাঠৌরের হাতে। বিজয় গোয়েলের জায়গায় নিয়ে আসা হল তাঁকে। দেশের মাটিতে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আগে এটা একটা বড় পদক্ষেপ।
আরও পড়ুন
আদালতের নির্দেশে ১৫ বছর পর বিচার পেলেন সতীশ কুমার
লোভ আর নেশায় শেষ হয়ে গিয়েছেন এই তারকা ফুটবলাররা
স্বাধীনতা পরবর্তী সময়ে তাঁর হাত ধরেই প্রথম ব্যাক্তিগত অলিম্পিক রুপো এসেছিল ভারতের ঘরে। স্বাধীনতার আগে ভারতের হয়ে রুপো পেয়েছিলেন নর্ম্যান প্রিচার্ড অ্যাথলেটিক্সে। ২০০৪ এ শুটিংয়ে রুপো জিতেছিলেন তিনি। ১৯৯০ এ শুটিং রেঞ্জে প্রথম পা রাখেন। অলিম্পিকে রুপো পাওয়ার আগের বছরই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিডনিতেও রুপো পেয়েছিলেন রাজ্যবর্ধন। আর্মির চাকরি সঙ্গে শুটিংয়ে পদক একসঙ্গেই চলছিল। এরপর দুটো থেকেই অবসরের পর রাজনীতিকে বেছে নেওয়া। রাঠৌরের ক্রীড়ামন্ত্রী হওয়ার খবরে খুশি অলিম্পিকে সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রা। টুইটারে তিনি লেখেন, ‘‘রাঠৌর নতুন ক্রীড়ামন্ত্রী। অনেক অনেক শুভেচ্ছা।’’
অভিনব বিন্দ্রার টুইট
Delighted to see @Ra_THORe is the new sports minister . All the very very best !
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) September 3, 2017