Advertisement
E-Paper

সিএবির ফতোয়ায় দূষিত দিল্লিতেই থেকে যেতে হচ্ছে মনোজদের

রাজধানীর যে ভয়ঙ্কর দূষিত আবহাওয়ায় মুলতুবি হয়ে গেল বাংলা-গুজরাত রঞ্জি ম্যাচ, সেই ভয়াবহতার মধ্যেই এখন তিন দিন থাকতে হবে মনোজ তিওয়ারিদের! বাড়তি খরচ ও ঝামেলা এড়ানোর জন্য বাংলার ক্রিকেটারদের এই দূষিত পরিবেশে থাকার ফতোয়া জারি করল সিএবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৬ ০৩:৩৫
বিষাক্ত কোটলা। -নিজস্ব চিত্র

বিষাক্ত কোটলা। -নিজস্ব চিত্র

রাজধানীর যে ভয়ঙ্কর দূষিত আবহাওয়ায় মুলতুবি হয়ে গেল বাংলা-গুজরাত রঞ্জি ম্যাচ, সেই ভয়াবহতার মধ্যেই এখন তিন দিন থাকতে হবে মনোজ তিওয়ারিদের! বাড়তি খরচ ও ঝামেলা এড়ানোর জন্য বাংলার ক্রিকেটারদের এই দূষিত পরিবেশে থাকার ফতোয়া জারি করল সিএবি।

রঞ্জি ইতিহাসে এমন ঘটনা প্রথম। অতিরিক্ত দূষিত আবহাওয়ার জন্য ম্যাচ বাতিলের ঘটনা ক্রিকেট বিশ্বেও ঘটেছে কি না, সন্দেহ। কিন্তু এই অস্বাস্থ্যকর আবহাওয়ার মধ্যেই মনোজদের রেখে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ সিএবি-র একাংশ। অনেকের যুক্তি, গুজরাত দল আমদাবাদে ফিরে যেতে পারলে বাংলা কেন পারল না?

বাংলার ক্রিকেটারদের কয়েক জন জানালেন, শনিবারের চেয়েও ভয়ঙ্কর ছিল রবিবার ফিরোজশাহ কোটলার আকাশ। সকালে তাঁদের মাঠে নামতেও নাকি বারণ করেন ম্যাচ অফিশিয়ালরা। নিয়ম অনুযায়ী বেশ কিছুক্ষণ অপেক্ষাও করা হয়। তিনটে নাগাদ জানিয়ে দেওয়া হয় ম্যাচ বাতিল। বোর্ডের সঙ্গে কথা বলেন ম্যাচ রেফারি পি রঙ্গনাথন। পরে বোর্ডের টেকনিক্যাল কমিটি জানিয়ে দেয়, এই ম্যাচ পরে হবে। দিল্লিতে অন্য যে ম্যাচটি ছিল, সেই হায়দরাবাদ-ত্রিপুরাও স্থগিত রাখা হয়েছে। সন্ধ্যায় বোর্ডের ই-মেলেও জানিয়ে দেওয়া হয় যে, লিগ পর্ব শেষ হলে এই দুটো ম্যাচ হবে। আপাতত বাংলা ও গুজরাতের তিন ম্যাচে ১৫ পয়েন্টই থাকল।

রবিবার সকালেই বোঝা গিয়েছিল যে ম্যাচ হওয়া সম্ভব নয়। তখন থেকেই বাংলা দলের ফিরে আসা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। সিএবি সূত্রের খবর, প্রথমে ঠিক হয়েছিল, দল শহরে ফিরে আসবে। কিন্তু দেখা যায় দিল্লির হোটেলের বুকিং বাতিল, কলকাতায় ফেরার বিমান টিকিট আর কলকাতা-রাজকোট বিমান টিকিট বুকিং বাবদ ক্ষতি ও বাড়তি খরচ মিলিয়ে প্রায় লাখ পাঁচেক টাকা দাঁড়িয়ে যেতে পারে। তা ছাড়া ক্রিকেটারদের কিটস ও লাগেজ নিয়ে দিল্লি থেকে কলকাতা হয়ে ফের রাজকোট যাওয়ার ঝামেলাও কম নয়। সেই জন্যই দলকে দিল্লিতে ৯ নভেম্বর পর্যন্ত হোটেলবন্দি থাকার নির্দেশিকা জারি করা হয়। বলে দেওয়া হয়েছে, হোটেলের বাইরে বেরনো যাবে না। এই দিন তিনেক প্র্যাকটিসও করা যাবে না। যা প্র্যাকটিস হবে, রাজকোটে। যা শুনে বেশ চিন্তায় পড়েছেন ক্রিকেটাররা ও তাঁদের পরিবাররাও। দিল্লিতে টিম হোটেলে ফোন করে জানা গেল, দলের তরুণ সদস্যদের পরিবারের লোক উদ্বিগ্ন হয়ে ফোন করাও শুরু করে দেন এ দিন। মনোজ, দিন্দা ও প্রজ্ঞান ওঝা সস্ত্রীক দিল্লিতে রয়েছেন। তাঁরাও তাঁদের স্ত্রীদের বাড়ি ফিরিয়ে দেওয়ার কথা ভাবছেন বলে জানা গেল।

গুজরাত ক্রিকেট সংস্থা কিন্তু তাঁদের ক্রিকেটারদের দিল্লি থেকে বার করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে। দিল্লি থেকে পার্থিব পটেলরা পুণেয় খেলতে যাবেন। তা হলে বাংলা পারল না কেন? সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়া বললেন, ‘‘খরচ ও ঝামেলা দু’টোই আছে। তা ছাড়া ক্রিকেটারদের উপর বাড়তি ধকলও পড়ে যাবে।’’ যা শুনে এক সিএবি শীর্ষকর্তা প্রশ্ন তুললেন, ‘‘দিল্লির ওই দূষিত পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে থাকার চেয়ে তো কম ধকল পোহাতে হত ওদের।’’ এই ব্যাপারে অভিষেক ডালমিয়ার পাল্টা, ‘‘দিল্লিতে যে মানুষ থাকছে না, তা তো নয়। ওরা হোটেল থেকে না বেরোলেই হল। সে রকমই বলা হয়েছে ক্রিকেটারদের।’’

ক্রিকেটাররা সিএবি-র ফতোয়া নিয়ে কেউ কিছু বলতে চাইলেন না। মনোজ শুধু বললেন, ‘‘রাজকোটে তিন দিন প্র্যাকটিস পাব। ওটাই যথেষ্ট। তার আগে এখানে বসে থাকা ছাড়া আমাদের কোনও উপায় নেই।’’

Ranji match cancelled Bengal team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy