Advertisement
E-Paper

জাডেজার ৬ উইকেট, ডাবল সেঞ্চুরি গুরকিরতের

জাতীয় দল থেকে বাদ পড়া রবীন্দ্র জাডেজার ছ’উইকেট। টিম ইন্ডিয়ার ওয়ান ডে দলের নতুন মুখ গুরকিরত সিংহের অপরাজিত ডাবল সেঞ্চুরির দাপট শুক্রবার রঞ্জি ট্রফিতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০৩:৩৪

জাতীয় দল থেকে বাদ পড়া রবীন্দ্র জাডেজার ছ’উইকেট। টিম ইন্ডিয়ার ওয়ান ডে দলের নতুন মুখ গুরকিরত সিংহের অপরাজিত ডাবল সেঞ্চুরির দাপট শুক্রবার রঞ্জি ট্রফিতে।

নির্বাচকদের নজরে পড়তে মরিয়া সৌরাষ্ট্রের জাডেজার (৬-২৭) সামনে এ দিন উড়ে গেল ত্রিপুরা। সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে ৩০৭ রানের (জাডেজা ৯১) জবাবে ত্রিপুরার ইনিংস থেমে যায় ১০৩ রানে। অন্য দিকে ব্যাট হাতে দুরন্ত গুরকিরতও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে দলে সুযোগ পাওয়া গুরকিরতের (২০১ ন.আ) ডাবল সেঞ্চুরির জোরে প্রথম ইনিংসে রেলের বিরুদ্ধে পঞ্জাব তুলল ৬০৪-৫ ডিঃ। সেঞ্চুরি পেয়েছেন উদয় কল (১১২), মনদীপ সিংহ (১০৯), গীতাংশ খেরাও (১০২ ন.আ)। জবাবে রেল ১৪-০।

অসমের সৈয়দ মহম্মদ আগের দিন সাত উইকেট (৭-৪৪) তুলে নিয়েছিলেন গত বারের চ্যাম্পিয়ন কর্নাটকের বিরুদ্ধে। যার জেরে কর্নাটকের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ১৮৭ রানে। এ দিন জবাবে ব্যাট করতে নেমে অসম করে ১৯৪। দিনের শেষে কর্নাটক দ্বিতীয় ইনিংসে ৭৭-০। বীরেন্দ্র সহবাগের নতুন রঞ্জি দল হরিয়ানা এ দিন মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে থামল ৩৩৫ তুলে। হিমাংশু রানা (১৫৭) পেলেও আট রানের জন্য সেঞ্চুরি ফস্কালেন সহবাগ (৯২)। জবাবে মহারাষ্ট্র ৭-০। সহবাগের প্রাক্তন দল দিল্লি শুক্রবার দ্বিতীয় দিনের শেষে রাজস্থানের বিরুদ্ধে ৭৪ রানে এগিয়ে। প্রথম ইনিংসে দিল্লি তুলেছিল ১৩৮। জবাবে রাজস্থান করে ২৪০। দ্বিতীয় ইনিংসে দিনের শেষে দিল্লি তুলেছে ১৭৬-১। গম্ভীর অপরাজিত ৭৭।

অন্য ম্যাচে ওড়িশার বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি করলেন বিদর্ভের উমেশ যাদব (১২৮ নটআউট)। প্রথম শ্রেণির ক্রিকেটে উমেশের প্রথম সেঞ্চুরি। তাঁর দলের ৪৬৭ রানের জবাবে ওড়িশা আপাতত ৭৯-২।

Ranji Trophy Gurkeerat Jadeja cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy