Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Rashid Khan

জীবনে অন্তত এক বার কাকে বল করতে চান আফগানিস্তানের রশিদ খান?

এখনকার দিনের ক্রিকেটারদের কাছে এখনও অনুপ্রেরণা ওই ক্রিকেটার।

রশিদ খান।

রশিদ খান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১৫:০৪
Share: Save:

খেলা ছেড়ে দিয়েছেন কবেই। কিন্তু এখনকার দিনের ক্রিকেটারদের কাছে এখনও অনুপ্রেরণা সচিন তেন্ডুলকর। আফগানিস্তানের স্পিনার রশিদ খানও তার ব্যতিক্রম নন। সচিনে মুগ্ধ তিনিও। তাঁর স্বপ্ন জীবনে অন্তত একবার সচিনকে বল করা। জানিয়েছেন, একদিনের ক্রিকেটে গত ১৩ বছরে মাত্র একবারই লেগ-স্পিনারের বলে আউট হয়েছিলেন সচিন।

এক সাক্ষাৎকারে রশিদ বলেছেন, “এই জন্যেই আমি ওঁকে বল করতে চাই। কারণ উনি লেগ-স্পিনের বিরুদ্ধে আউটই হন না। ওঁকে আউট করা ছাড়াও সচিন তেন্ডুলকরের মতো কারওকে বল করা ভাগ্যের ব্যাপার। আউট করতে পারি বা না পারি, শুধু ওঁকে বল করতে পারলেই আমার স্বপ্ন সত্যি হবে।”

স্পিনার হিসেবে বল করা কতটা সমস্যার, সেটাও উঠে এসেছে রশিদের কথায়। বলেছেন, “স্পিনার হলে বিভিন্ন ধরনের বল নিজের কাছে রাখতে হয়। কারণ প্রত্যেকে স্পিনারদের একইরকম ভাবে খেলে না। প্রত্যেক ব্যাটসম্যান আলাদা ভাবে আমার লেগ-স্পিন খেলে। তাই প্রত্যেক ব্যাটসম্যানকে নিয়ে আলাদা করে কৌশল তৈরি করতে হয় আমাকে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE